কাগজ প্রতিবেদক ॥ আর্ত, সামাজিক কাজে গুরুত্বপুর্ণ ভুমিকা রাখার প্রতিষ্ঠান হিসেবে পরিচিত কুষ্টিয়ার ইলেভেন স্টার ব্যবসায়ী গ্রুপ এবার এস, এস, সি জিপি-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের এক বর্ণিল সংম্বর্ধনা প্রদান করেছে।
গতকাল বিকেলে কুষ্টিয়া শিল্পকলা একাডেমী তৃতীয় তলা হলরুমে এক আয়োজিত এক জমকালো অনুষ্টানে এ সংম্বর্ধনা প্রদান করা হয়। ইলেভেন স্টার ব্যবসায়ী গ্রুপের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস সাত্তার সাদেকের সভাপতিত্বে সংম্বর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আফসার উদ্দিন গালস্ ডিগ্রী মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ¦ রেজাউল করিম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ব্যবসায়ী গ্রুপের সাধারণ সম্পাদক এম এ আজিজ। আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন কুষ্টিয়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি এস এম কাদেরী শাকিল, সহ-সভাপতি মুক্তারুজ্জামান চেšধুরী, ব্যবসায়ী নেতা আনোয়ার হোসেন, এ্যাডঃ শরিফ উদ্দিন রিমন, কুষ্টিয়ার কাগজ’র সম্পাদক নুর আলম দুলালসহ সংম্বর্ধিত ছাত্র ও তাদের অভিভাবকগণ। কোরান তেলওয়াতের মধ্যদিয়ে অনুষ্ঠানের সুচনা ঘটে। এর পর অতিথির ফুলেল শুভেচ্ছা। আলোচনা সভায় বক্তারা বলেন, শিক্ষা ব্যবস্থার চলমান অবস্থায় বর্তমান সরকারকে আরও গুরুত্বপুর্ণ উদ্যোগ গ্রহন করতে হবে। সেই সাথে শিক্ষার মান, শিক্ষা ব্যবস্থার সার্বিক ব্যবস্থাপনা নিয়ে কাজ করতে হবে। বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শুধু মাত্র বইয়ের মধ্যেই ডুবে থাকলেই চলবে না। বর্হিবিশ^, বুনিয়াদি শিক্ষা, শিষ্টাচার এবং কারিগরি, ব্যবসায়ী শিক্ষার দিকেও অবদান রাখতে এগিয়ে আসতে হবে। আলোচনা সভা শেষে সংম্বর্ধিত শিক্ষার্থীদের মাঝে সদন ও পুরুস্কার বিতরণ করা হয়। সার্বিক অনুষ্ঠানটি পরিচালনা করেন পানি উন্নয়ন বোর্ডের সহ-সম্প্রসারণ কর্মকর্তা আইয়ুব হোসেন। অনুষ্ঠানে কুষ্টিয়া ট্রেডার্সের স্বত্বাধিকারী জাহাঙ্গির হোসেনসহ সুধীজন উপস্থিত ছিলেন।
Leave a Reply