আলমডাঙ্গা ব্যুরো ॥ শরতের শেষ প্রান্তে এসে বর্ষার চিত্র স্পষ্ট হয়ে উঠেছে আলমডাঙ্গায়। টানা দুদিনের বৃষ্টিতে স্থবির হয়ে দাঁড়িয়েছে জনজীবন। মূলত বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে জনজীবনে ভোগান্তি সৃষ্টি হচ্ছে। উপজেলার বিভিন্ন নিচু এলাকায় জলাবদ্ধতা দেখা গেছে। তবে অধিকাংশ এলাকায় বৃষ্টির পানি নেমে গেছে। কিন্তু চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে উপজেলাবাসীকে। গত বুধবার থেকে বৃহস্পতিবার রাত থেকে এমনই চলছে। দেখা মেলেনি সূর্যের। এই বিরতিহীন বৃষ্টির কারণে জনজীবন দুর্বিষহ হয়ে পড়েছে। জরুরি প্রয়োজন ছাড়া মানুষ ঘরের বাইরে বের হয়নি। সপ্তাহের শেষ দিনে অফিস থেকে ঘরমুখী মানুষের যাতায়াত ছিল। অনেকে ছাতা মাথায় দিয়ে বাড়িতে ফিরেছেন। অনেকে আবার ইজিবাইক রিক্সায় চড়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। দিনমজুর ও কৃষকদের কাজের প্রয়োজনে বৃষ্টির দুর্ভোগ মাথায় নিয়েই ঘরের বাইরে আসতে হয়েছে। শহরের অনেক নিচু এলাকায় বৃষ্টি জমে থাকতে দেখা গেছে। অনবরত বৃষ্টির কারণে অনেক ফসলেরও ক্ষতি হয়েছে বলে জানা গেছে। আলমডাঙ্গার মুরগি বাজারের ব্যবসায়ী রতন মিয়া বলেন, খামার থেকে মুরগি কিনে বাজারে আনতে হয়। বৃষ্টির কারণে তা করা যাচ্ছে না। আমাদের আয় কমে গেছে। রেল বাজার এলাকায় বসে থাকা দিনমজুর জহির উদ্দিন বলেন, বৃষ্টির কারণে কোনো কাজ পাওয়া যাচ্ছে না। চালডাল কেনার পয়সাও নেই। এই বৃষ্টির কারণে কোন আয় রোজগার নেই। আবহাওয়া ঠিক হয়ে গেলে হয়তো আবার আগের মতো আয় রোজগার ফিরে আসবে।গতকাল সন্ধ্যায় চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের পর্যবেক্ষক রাকিবুল হাসান জানান, টানা বৃষ্টিতে গত ২৪ ঘণ্টায় ৭১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।এদিকে, দেশজুড়ে দিনভর যে বৃষ্টি দেখা যাচ্ছে তা আগামীকাল থেকে কমে আসতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, বৃষ্টি থাকবে না এমন না, তবে কালকে থেকে কমে আসবে। এরপর তাপমাত্রা বাড়তির দিকে যাবে। কিন্তু গত কয়েকদিন যেমন গরম ছিল, এমন গরম পড়বে না আশা করছি। অক্টোবরের ১/২ তারিখের দিকে আবার বৃষ্টি বাড়তে পারে বলে জানান তিনি। গত কয়েকদিন ধরে বঙ্গোপসাগরে তৈরি লঘুচাপের প্রভাবে দেশে বৃষ্টি ঝরছে।
Leave a Reply