1. nannunews7@gmail.com : admin :
November 8, 2025, 7:18 am
শিরোনাম :
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে কুষ্টিয়া জেলা বিএনপির বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ কুষ্টিয়ায় দৌলতপুরে সন্তান হত্যা করে মায়ের আত্মহত্যা কুমারখালীতে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবসে মেহেদী রুমীঃ জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র চালু করেছিলেন চালের দাম নি¤œমুখী, ৪০ টাকা বেড়েছে পেঁয়াজে ফেব্রুয়ারির নির্বাচন ঠেকানোর সাধ্য কারও নেই: প্রেস সচিব গণতন্ত্র ধ্বংসের নতুন চক্রান্ত চলছে: ফখরুল আইএমএফের সঙ্গে বৈঠক নির্বাচনের আগে বিদ্যুতের দাম বাড়াবে না সরকার আকবর-মোসাদ্দেকের নৈপুন্যে শ্রীলংকাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ শসা চীন-রাশিয়ার প্রভাব মোকাবেলায় মধ্য এশিয়ার নেতাদের সঙ্গে ট্রাম্পের বৈঠক

আবারও চুয়াডাঙ্গা জেলার সেরা বিদ্যালয় আলমডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়

  • প্রকাশিত সময় Wednesday, September 25, 2024
  • 191 বার পড়া হয়েছে

বশিরুল আলম,আলমডাঙ্গা থেকে ॥ চুয়াডাঙ্গা জেলা শ্রেষ্ঠ বিদ্যানিকেতন হিসেবে আবারও স্বীকৃতি পেয়েছে। এটি বিদ্যালয়ের জন্য সপ্তমবারের মতো এই গৌরব, যা বিদ্যালয়ের শিক্ষা, পরিবেশ এবং শিক্ষক- শিক্ষিকাদের আন্তরিকতার ফসল। চুয়াডাঙ্গা জেলা শিক্ষা অফিস প্রতিবছর পঠন-পাঠন পদ্ধতি, শিক্ষার মান এবং অন্যান্য বিষয় বিবেচনায় এই পুরস্কার প্রদান করে। বিদ্যালয়টি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে পিছনে ফেলে শিক্ষার মান বজায় রেখে এগিয়ে চলেছে। কেবল শিক্ষা নয়, খেলাধুলা, চিত্রাঙ্কন, নৃত্য, সঙ্গীত ও নাটকে সৃজনশীলতার উন্মেষ ঘটিয়ে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। জানা গেছে, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হারেছ উদ্দিনের নেতৃত্বে শিক্ষার্থীদের জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি করা হয়েছে। তাঁর সৃজনশীল চিন্তা ও কর্মদক্ষতার কারণে বিদ্যালয়টি বিদ্যার তপোবনের ভূমিতে পরিণত হয়েছে। ২০০৯, ২০১৩, ২০১৫, ২০১৭, ২০১৯ ও ২০২৩ জানা গেছে, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হারেছ উদ্দিনের নেতৃত্বে শিক্ষার্থীদের জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি করা হয়েছে। তাঁর সৃজনশীল চিন্তা ও কর্মদক্ষতার কারণে বিদ্যালয়টি বিদ্যার তপোবনের ভূমিতে পরিণত হয়েছে। ২০০৯, ২০১৩, ২০১৫, ২০১৭, ২০১৯ ও ২০২৩ সালে বিদ্যালয়টি জেলা শ্রেষ্ঠ বিদ্যানিকেতন হিসেবে পুরস্কৃত হয়েছে। এছাড়া, ২০১৪ ও ২০১৫ সালে চিত্রাঙ্কন ও অঙ্কদৌঁড় প্রতিযোগিতায় জাতীয় পুরস্কার অর্জন করে। বর্তমানে বিদ্যালয়ে শিক্ষার্থী সংখ্যা ৬৮৮ জন। এদিকে, চলতি বছরেও জেলার শ্রেষ্ঠ বিদ্যালয় নির্বাচিত হওয়ায় সুধীমহল বিভিন্নভাবে সাধুবাদ জানিয়েছেন। এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হারেছ উদ্দিন বলেন, ‘আমরা সম্মিলিত প্রচেষ্টায় শিক্ষার্থীদের জন্য একটি শিক্ষার অনুকূল পরিবেশ তৈরি করেছি। এখানে শিশুদের শিক্ষাদান করা হয় স্নেহের সঙ্গে, এবং তারা ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চায়ও উদ্বুদ্ধ হয়।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640