জলমগ্ন সড়ক বসতবাড়ি শিক্ষা প্রতিষ্ঠান
কুমারখালী প্রতিনিধি ॥ কয়েকদিনের টানা বৃষ্টির কারণে কুষ্টিয়ার কুমারখালী পৌরসভা কয়েকটি ওয়ার্ড এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। সম্প্রতি বৃষ্টি কমে গেলেও এখনো জলমগ্ন রয়েছে বিভিন্ন এলাকার পাকা সড়ক, বসতবাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠান। জলাবদ্ধতায় সরকারি কলেজের প্রবেশপথ, খেলারমাঠ, নামাজঘর ও কয়েকটি শ্রেনি কক্ষে হাঁটু সমান পানি জমে আছে। এতে কলেজের সকল কার্যক্রম মুখ থবড়ে পড়েছে। চাকুরি বাঁচাতে শিক্ষক – কর্মচারীরা কলেজে আসলেও অনুপস্থিত প্রায় পাঁচ হাজার শিক্ষার্থী। বিষয়টি জেলা ও উপজেলা প্রশাসন এবং পৌরসভাকে জানিয়েও কোনো ফল পাচ্ছেন না তারা। জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নিত মানববন্ধন কর্মসূচি পর্যন্ত পালন করেছেন শিক্ষক – শিক্ষার্থী। রবিবার সকালে সরেজমিনে সরকারি কলেজ চত্বর ঘুরে দেখাগেছে, সরকারি কলেজের শিক্ষক -কর্মচারী সহ শিক্ষার্থীরা যাতায়াত করছে বাঁশের দোলন দিয়ে। আর স্বল্প সসয়ের মধ্যে পানি কমার সম্ভাবনা না থাকায় বাধ্য হয়ে বাঁশ কিনে দোলন তৈরি করেছেন কলেজ কর্তৃপক্ষ। কলেজ কর্তৃপক্ষ জানান, কলেজটিতে প্রায় পাঁচ হাজার শিক্ষার্থী ও ৮৩ জন শিক্ষক – কর্মচারী রয়েছে। তিন বছর আগেও জলাবদ্ধতা ছিলো না। কিন্তু কিছু ভূমিদস্যুরা পানি প্রবাহের খাল সহ সেতু-কালভার্ট দখল ও মুখ বন্ধ করে দিয়েছে। এখন একটু বৃষ্টি হলেই হাঁটু সমান পানি জমে থাকে। বর্তমানে কলেজের প্রবেশপথ, খেলারমাঠ, নামাজ ঘর ও কয়েকটি শ্রেণি কক্ষে জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে সকল কার্যক্রম মুখ থুবড়ে পড়েছে। এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বাসিন্দারা জানান, কলেজ কর্তৃপক্ষের সহায়তায় পৌরসভার মেয়র সামছুজ্জামান অরুণ কলেজ মার্কেট নির্মাণের সময় রেলসেতুর মুখ বন্ধ করে দিয়েছেন। সে কারণে বহু মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। পৌরসভার ১ ও ৬ নং ওয়ার্ড এলাকায় এখনো অনেক বসতবাড়ি পানিতে নিমজ্জিত রয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, বাড়ির বসত ঘরে পানি, রান্না ঘরে ও চুলার মধ্যে পানি, তাই অতিরিক্ত টাকা খরচ করে গ্যাস কিনে রান্না করতে হচ্ছে। সেরকান্দি এলাকার একই অবস্থা। ওই এলাকায় বহু মানুষ বাঁশের দোলন তৈরি করে যাতায়াত করছেন। বাড়ির গবাদি পশু নিয়েও চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এসব এলাকার বাসিন্দারা জলাবদ্ধতা জনিত দুর্ভোগের জন্য মেয়রকে দোষারোপ করেন। স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, দীর্ঘ সময় মেয়রের দায়িত্বে থেকেও মানুষের সমস্যার সমাধান করতে পারেন নাই। অপরিকল্পিত উদ্যোগে করা হয়েছে সব ধরণের উন্নয়ন কাজ ও উদ্যোগ। এদিকে, আবহাওয়া অধিদপ্তর কুমারখালী সূত্রে জানাগেছে, এবার কুষ্টিয়াতে রেকর্ড পরিমাণে বৃষ্টিপাত হয়েছে। গত সপ্তাহে ৪৮ ঘন্টায় ২৪১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যা চলতি বছরে ও গেল পাঁচ বছরে সর্বোচ্চ বলে জানিয়েছেন, কুমারখালী আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক মো. আল আমিন।তিনি বলেন, ২০১৮ সালে ৭৯ মিলিমিটার, ২০১৯ সালে ৪৪, ২০২০ সালে ৪৯, ২০২১ সালের জুন মাসে ১০৫, ২০২২ সালে ৬৪ ও ২০২৩ সালে ৭৫ এবং ২০২৪ সালে ১২৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকোর্ড করা হয়েছে। অন্যদিকে, সড়ক ও জনপদ বিভাগের আরেকটা সেতু বন্ধ করে দেওয়া হয়েছে দুইপাশে স্থাপনা তৈরি করে। দুর্গাপুর পূর্বপাড়া কালিবাড়ি সংলগ্ন আরেকটি সেতুর স্লাব ভেঙ্গে যাওয়ায় পৌরসভা সেতুটি বন্ধ করে দেয়। কিন্তু জলাবদ্ধতা নিরসনে স্থানীয় বাসিন্দারা সেতুটির মাটি সরিয়ে পানি নিস্কাসনের উদ্যোগ নেওয়ায় দুর্গাপুর কালিবাড়ি সড়কে যানবাহন চলাচল বন্ধ হয?ে যায়।
এ ব্যাপারে কুমারখালী পৌরসভা কর্তৃপক্ষের কাছে সড়কের যানবাহন চলাচলের স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করতে মৌখিক অভিযোগ দেওয়া হলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি।তবে স্থানীয় একজন প্রবাসী নিজ উদ্যোগে ওই সেতুটির স্লাব তৈরি করে দিচ্ছেন বলে জানাগেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম বলেন, ভারী বৃষ্টির কারণে কিছু গাছপালা ও ঘরবাড়ি ভেঙে পড়েছে। বিভিন্ন স্থানে জলাবদ্ধতা দেখা দিয়েছে। তা নিরোসনের চেষ্টা চলছে।
Leave a Reply