মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুরের আমলা জাহানারা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামরুল ইসলামকে গত বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) শ্রেণীকক্ষ থেকে বের করে এনে পাঠাগার কক্ষে নিয়ে পিটিয়ে আহত করার প্রতিবাদে মিরপুর উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে এক অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। গতকাল রবিবার (২২ সেপ্টেম্বর) সকালে মিরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সামনে এ কর্মসূচি পালিত হয়। আমলা জাহানারা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল ইসলাম ও সহকারী শিক্ষক আমিরুল ইসলামের কাছে বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজ শুরুর আগে গত ১৯ সেপ্টেম্বর মিরপুর উপজেলা বিএনপি সভাপতি আব্দুল হক এক লাখ টাকা চাঁদা দাবী করলে ওই টাকা না দেয়ায় আব্দুল হক ও তার লোকজন তাদের ওপর হামলা চালিয়ে ব্যাপক মারধর করার প্রতিবাদে এ অবস্থান কর্মসূচি পালিত হয়।এ সময় আমলা জাহানারা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল ইসলাম দাবী করেন এসব ঘটনার নেপথ্যে রয়েছেন। ওই স্কুলের সহকারী প্রধান শিক্ষিকা নিগার সুলতানা। তিনি উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুল হকের ভায়ের স্ত্রী হওয়ায় জোরপূর্বক প্রধান শিক্ষকের চেয়ার দখল করতেই পরিকল্পিতভাবে এমন ঘটনা ঘটিয়েছেন।তিনি আরো বলেন-এ ঘটনায় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেয়া হয়েছে এবং ঘটনায় দায়ীদের অচিরেই গ্রেফতার করে উপযুক্ত বিচার করতে হবে,অন্যথায় বৃহৎ কর্মসূচির মাধ্যমে আন্দোলন গড়ে তোলা হবে।এ সময় বক্তব্য রাখেন-মিরপুর নাজমুল উলুম সিদ্দিকিয়া ফাযিল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষ ছালেহ উদ্দিন, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ও চিথলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহেল বাকি,সদরপুর দাখিল মাদ্রাসার সুপার মহিউদ্দিন আহমেদ,ফুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আলম,অঞ্জনগাছি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন,মিরপুর নিম্ন-মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকনুজ্জামান,আটিগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খিলাফত আলী।এসময় মিরপুর উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply