কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়ার মিরপুরে জান্নাতুল ফেরদৌস নামের পাঁচ বছরের এক কন্যাশিশুর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মশান শাহপাড়ার বাইপাস ক্যানেল থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। অপরদিকে মিরপুরে ধানকাটার মেশিনে প্রাণ গেল এক কিশোরের। জানা যায়, শিশুর গলাকাটা লাশ উদ্ধারে পারিবারিক বিরোধের জেরে শিশুটিকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নিহতের ফুপু জহুরা খাতুনকে আটক করেছে পুলিশ। জান্নাতুল ফেরদৌস মিরপুর উপজেলার মশান শাহপাড়া এলাকার জাহিদুল ইসলামের মেয়ে। জাহিদুল কুষ্টিয়া সুন্দরবন কুরিয়ার সার্ভিসে চাকরি করেন। স্থানীয়রা জানান, বুধবার বিকালে নিজ বাড়ি থেকে শিশু জান্নাতুল ফেরদৌস নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর রাত সাড়ে ৯টার দিকে মশান শাহপাড়ার বাইপাস ক্যানেল থেকে তার গলাকাটা লাশ উদ্ধার করা হয়। মিরপুর থানার ওসি গোলাম মোস্তফা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক বিরোধের জের ধরে শিশুটিকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের ফুপুকে আটক করা হয়েছে। অপরদিকে কুষ্টিয়ার মিরপুরে কম্বাইন হারভেস্টার দিয়ে ধান কাটার সময় ওই মেশিনের নিচে চাপা পড়ে মোমিন হোসেন (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। বুধবার বিকাল ৪টার দিকে মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের ঞ্জনগাছী মাঠপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোমিন মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের অঞ্জনগাছী মাঠপাড়া এলাকার মোলাম হোসেনের ছেলে। আমলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মালিথা জানান, বিকালে অঞ্জনগাছী মাঠপাড়ার মাঠে কম্বাইন হারভেস্টার দিয়ে ধান কাটছিলেন কৃষকরা। তখন ধানের খড় কুড়াচ্ছিল মোমিন। এ সময় কম্বাইন হারভেস্টারটি পেছন থেকে তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই সে মারা যায়। এ ব্যাপারে মিরপুর থানার ওসি গোলাম মোস্তফা জানান, স্থানীয়রা কম্বাইন হারভেস্টারটি জব্দ করেছেন। তবে এর চালক পলাতক রয়েছেন।
Leave a Reply