কুমারখালী প্রতিনিধি ॥ দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় কুষ্টিয়ার উপ পরিচালক মো. হাফিজুর রহমানের ঢাকা প্রধান কার্যালয়ে বদলি করা হয়েছে। আজ রবিবার দুদক সমন্বিত জেলা কার্যালয় কুষ্টিয়ার উপ পরিচালকের দায়িত্ব থেকে বিদায় নেন হাফিজুর রহমান। তিনি প্রায় দেড় বছর যাবৎ দুদক কুষ্টিয়া সমন্বিত জেলা কার্যালয়ের উপ পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। রবিবার বেলা ১১ টায় দুদক সমন্বিত জেলা কার্যালয় কুষ্টিয়ার সম্মেলন কক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে দুদক সজেকা কুষ্টিয়া ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি। এতে বক্তব্য রাখেন, বিদায়ী উপ পরিচালক মো. হাফিজুর রহমান, সহকারী পরিচালক নীল কমল পাল, মেহেরপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোশাররফ হোসেন, কুষ্টিয়া জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক এস এম কাদেরি শাকিল, কুমারখালী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুর রফিক বিশ্বাস, সাধারণ সম্পাদক হাবীব চৌহান প্রমুখ। এ সময় কুষ্টিয়া জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সকল সদস্য, কুষ্টিয়ার সকল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক ও মেহেরপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন। বিদায়ী উপ পরিচালক মো. হাফিজুর রহমান বলেন, দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ের গুরুত্বপূর্ণ স্থানে তাঁকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি ইতিপূর্বেও প্রধান কার্যালয়ে কর্মরত ছিলেন। এ সময় তিনি কুষ্টিয়া জেলা সহ সকল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের সকল প্রকার দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির পাশাপাশি ব্যক্তি ও প্রতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থাকার আহবান জানান। তিনি বলেন, আপনারা খোঁজ খবর রাখেন এবং জানেন, কোথায় দুর্নীতি হচ্ছে ও কারা কিভাবে দুর্নীতি করছে। এক্ষেত্রে নাম পরিচয় ছাড়াই অভিযোগ দিয়ে সহযোগিতা করার আহবান জানান। বিদায়ী উপ পরিচালককে কুষ্টিয়া জেলা, মেহেরপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও কুষ্টিয়ার সকল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। উল্লেখ্য, আগামী সপ্তাহে নতুন উপ পরিচালক কুষ্টিয়া কার্যালয়ে যোগদান করবেন বলে দুদক সজেকা সূত্রে জানাগেছে।
Leave a Reply