দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে কলেজ শিক্ষক জহুরুল ইসলাম (৪৬) এর দাফন সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর দু’টায় রিফাইতপুর ইউনিয়নের লক্ষীখোলা সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্বরে জানাযা নামাজ শেষে আলমাতলা গ্রামের নিজ বাড়িতে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাযা পূর্ব মরহুমের আত্মার শান্তি কামনা করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, মরহুম জহুরুল ইসলামের বড় ভাই অধ্যাপক আমিরুল ইসলাম, সাবেক এমপি রেজা আহমেদ বাচ্চু মোল্লা, দৌলতপুর কলেজের অধ্যক্ষ মো. ছাদিকুজ্জামান খান সুমন ও নুরুজ্জামান বিশ্বাস কলেজের অফিস সহকারী দেলোয়ার হোসেন। এরআগে জহুরুল ইসলামের মরদেহ ময়নাতদন্ত শেষে গ্রামের বাড়ি আলমাতলায় নেওয়া হলে তাকে একনজর দেখার জন্য এলাকাবাসীসহ বিভিন্ন এলাকার মানুষ ভিড় করেন। উল্লেখ্য, সোমবার দুপুর ২টার দিকে উপজেলার আল্লারদর্গা হাইস্কুল সংলগ্ন নিজ বাড়ি থেকে জহুরুল ইসলামের লাশ উদ্ধার করা হয়। নিহত জহুরুল ইসলাম আল্লারদর্গা নুরুজ্জামান বিশ্বাস কলেজের ভূগোল বিভাগের শিক্ষক এবং দৌলতপুর উপজেলার রিফাইতপুর ইউনিয়নের আলমাতলা গ্রামের মৃত পলান মন্ডলের ছেলে। তবে নিহতের ভাই আহাদ আলী নয়ন সহ পরিবারের লোকজনের দাবি করে আসছেন জহুরুল ইসলামকে পরিকল্পিতভাবে হত্যা করে লাশ ফ্যানের সাথে ঝুলিয়ে রাখা হয়েছে। এ ঘটনায় দৌলতপুর থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
Leave a Reply