বশিরুল আলম,আলমডাঙ্গা থেকে ॥ আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক ইউ,এফ,পি,ও ডাঃ হাদী জিয়া উদ্দিন আহমেদ এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য) এমএস (ইউরোলোজি) কুষ্টিয়া ম্যাটসের অধ্যক্ষ (চঃদাঃ), হিসেবে পদোন্নতি প্রাপ্ত হওয়ায়, আলমডাঙ্গার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বর্তমান ইউ,এফ,পিও, ডাঃ শারমিন আক্তার আরএমও ডাঃ নাজনীন সুলতানা কনা সহ সকল কর্মরত এমবিবিস ডাক্তার ও সকল উপ-সহকারি কমিউনিটি মেডিকেল অফিসার এবং হাসপাতালের নার্স সহ সকল কর্মকর্তা,কর্মচারিগনদের পক্ষ থেকে অভিনন্দন।এছাড়াও উপজেলা ডিপ্লোমা মেডিকেল এ্যাসোসিয়েশন, আরএমপি চিকিৎসক এ্যসোসিয়েশন, উপজেলা ক্লিনিক মালিক সমিতির পক্ষ থেকে তাকে অভিনন্দন জানিয়েছেন।উল্লেখ্য ডাঃ হাদী জিয়াউদ্দিন আহমেদ ইতোপুর্বে সহকারী পরিচালক, মেডিকেল বোর্ড এন্ড প্রাইভেট ক্লিনিক, স্বাস্থ্য অধিদপ্তর (মহাখালী, ঢাকা) পদে পদোন্নতি পেয়ে কর্মরত ছিলেন। এছাড়াও ডা: হাদী জিয়া উদ্দিন আহমেদ,ময়মনসিংহ মেডিকেল কলেজে কর্মরত ছিলেন।
Leave a Reply