ওলি ইসলাম, ভেড়ামারা থেকে ॥ কুষ্টিয়ার ভেড়ামারা ২৪ ঘন্টা পার না হতেই ইটভাটা মালিক সমিতির পাল্টাপাল্টি কমিটি ঘোষণা করা হয়েছে। গত ৭ই সেপ্টেম্বর শনিবার ভেড়ামারা উপজেলা ইটভাটা মালিক সমিতির এই কমিটি করা হয়। এতে সভাপতি হিসেবে নূর আহমেদ এবং সম্পাদক হিসেবে হাজী কালাম মন্ডল এবং সাংগঠনিক সম্পাদক রাজন আলী কে নির্বাচিত করা হয়। এর ২৪ ঘন্টা না পেরুতেই ৮ই সেপ্টেম্বর গতকাল রবিবার আরেকটি কমিটিতে হাজী মো: নাজিমউদ্দিনকে সভাপতি এবং হাজী মো: জয়নাল আবেদীনকে সাধারণ সম্পাদক করে ইটভাটা মালিক সমিতির কমিটি গঠিত হয়। এ নিয়ে ইটভাটা মালিক সমিতির মধ্যে দেখা দিয়েছে বেশ উত্তেজনা। এই লক্ষ্যে নুর আহমেদ বলেন, আমরা সংখ্যাগরিষ্ঠ ভাটা নিয়ে কমিটি করেছি। আমাদের কমিটিতে ২৭ টা ভাটা আছে। আমরা নিয়ম-শৃঙ্খলা মেনে কমিটি পরিচালনা করব। হাজী মোহাম্মদ নাজিম উদ্দিন এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমরা প্রায় ২২ টা ভাটা নিয়ে কমিটি প্রণয়ন করেছি। তাদের থেকেও কিছু ভাটা এসে আমাদের সাথে যোগ দিয়েছে।
Leave a Reply