1. nannunews7@gmail.com : admin :
September 19, 2024, 1:18 am

মিরপুরে যৌথবাহিনীর অভিযানে আটক ৩ ॥ অস্ত্র, গুলি ও মাদক উদ্ধার

  • প্রকাশিত সময় Wednesday, September 4, 2024
  • 20 বার পড়া হয়েছে

মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুরে যৌথ বাহিনীর অভিযানে ৩ জনকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ০১টি দেশীয় পিস্তল, ৭ রাউন্ড গুলি, ৭ রাউন্ড রাবার বুলেট, ৮শ’ পিস টাপেন্টাডল ট্যাবলেট ও ১০টি ছুরি উদ্ধার করা হয়েছে। বুধবার (০৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বহলবাড়িয়া ইউনিয়নের নওদা খাদিমপুর থেকে তাদেরকে আটক করে যৌথবাহিনী। নওদা-খাদিমপুর গ্রামের আটককৃত ব্যক্তিরা হলেন শিপন (৪৩), রুবেল (৩৪) ও অলি (৫০)। এ রিপোর্ট লেখা পর্যন্ত স্থানীয় থানায় আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুুতি চলছিল। উল্লেখ্য সারাদেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গত মঙ্গলবার দিবাগত রাত থেকে যৌথ অভিযানে নেমেছে। লুট হওয়া অস্ত্র উদ্ধার ও প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনাই এ অভিযানের লক্ষ্য। গত মঙ্গলবার সচিবালয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে যৌথ বাহিনীর এ অভিযানের কথা জানান, স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের বিভিন্ন থানাগুলোতে চলে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ। লুট করা হয় পুলিশের অস্ত্র-গোলাবারুদ। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে কিছু উদ্ধার হলেও পাওয়া যায়নি বেশিরভাগই। সেসব অস্ত্র এবং আগে থেকে অনেকের কাছে থাকা অবৈধ অস্ত্র উদ্ধারে এ যৌথ অভিযান শুরু করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640