দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আড়িয়া ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৫টায় উপজেলার বড়গাংদিয়ায় অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান হাবলু মোল্লা। আড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো.নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী আসাদুজ্জামান আসাদ মোল্লার সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আড়িয়া ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মো.গেদা শেখ,সাংগঠনিক সম্পাদক আবুল কালাম বাসার,দৌলতপুর থানা যুবদলের সাবেক সভাপতি মো. আতাউল ইসলাম, খলিশাকুন্ডি ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক সম্পাদক মো.মঈনুল হক মালিথা,যুবদল নেতা মো.মজনু,বিএনপি নেতা আব্দুল বারী।এছাড়াও উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি, ছাত্রদল, যুবদল, সেচ্ছাসেবক দলসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় প্রধান বক্তা আলহাজ্ব নুরুজ্জামান হাবলু মোল্লা সকল নেতাকর্মীকে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বলেন এবং আগামী নির্বাচনে শহীদ জিয়ার আদর্শ নিয়ে ভালবাসা দিয়ে সর্বসাধারনের কাছে গিয়ে সর্বোচ্চ ভোট বিএনপির প্রার্থীর পক্ষ নিতে হবে। সমাবেশের শুরুতেই কোরআন তেলোয়াত করেন আড়িয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. রেজাউল করিম।
Leave a Reply