1. nannunews7@gmail.com : admin :
November 11, 2025, 3:15 am
শিরোনাম :
কুমারখালীতে চোর সন্দেহে বাড়ি থেকে তুলে এনে দুই কিশোরকে রাতভর নির্যাতন, টাকার বিনিময়ে ছাড় অধ্যাপক শহীদুল ইসলামকে বিএনপির প্রার্থী করার দাবিতে মহাসড়কে বিক্ষোভ, মানববন্ধন দৌলতপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধনে প্রাথমিক শিক্ষকেরা শেষবারের মতো হলেও অধ্যক্ষ সোহরাব উদ্দিনকে বিএনপির মনোনয়ন দেওয়ার দাবি চুয়াডাঙ্গা জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা একমাত্র ছেলে সায়মুন আরাফাত স্বপ্নিল-এর জন্মদিনে বাবা-মায়ের আবেগঘন শুভেচ্ছা দৌলতপুরের বয়স্কভাতার টাকা যায় বগুড়ায়, মেম্বারের শ্বশুরবাড়ি! মাইকিং করে বিক্ষোভে ক্ষুব্ধ ভাতাভোগীরা একনেক সভায় ৭ হাজার ১৫০ কোটি টাকার ১২টি উন্নয়ন প্রকল্প অনুমোদন টেস্ট ক্রিকেটে ২৫ বছর পূর্ণ করলো বাংলাদেশ আওয়ামী লীগকে প্রেস সচিবের হুঁশিয়ারি এটা ২০০৬ সালের ২৮ অক্টোবর নয়

খুলে দেয়া হলো ফারাক্কার ১০৯টি গেট, পদ্মায় পানি বাড়েনি, নেই আতংক

  • প্রকাশিত সময় Monday, August 26, 2024
  • 219 বার পড়া হয়েছে

ঢাকা অফিস ॥ খুলে দেয়া হলো ফারাক্কার ১০৯টি গেট। তবে ফারাক্কার গেট খুললেও পদ্মায় পানি বাড়েনি, আতঙ্কের কিছু নেই। সোমবার সব গেট খুলে দেওয়া হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে। তবে ফারাক্কার ভাটিতে পদ্মার কূলবর্তী জনপদের বাসিন্দারা বলেছেন, ফারাক্কার সব গেট খুলে দেওয়ার পরও ফারাক্কার নিকটবর্তী বাংলাদেশের সর্ব পশ্চিমের জেলা চাঁপাইনবাবগঞ্জে পদ্মার পানির অস্বাভাবিক স্ফীতি নেই। অস্বাভাবিক মাত্রায় পানিও বাড়েনি। রাজশাহীতেও একই তথ্য পাওয়া গেছে। উল্লেখ্য ফারাক্কা বাঁধের মহাব্যবস্থাপক আর দেশ পাণ্ডের উদ্ধৃতি দিয়ে দেশি বিদেশি বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, খুব কম সময়ের মধ্যে ফারাক্কার উজানে পানির চাপ তৈরি হয়েছে। এর ফলে ১০৯টি গেটের সব খুলে না দিলে বাঁধের ওপর চাপ তৈরি হচ্ছিল। তাই ফিডার ক্যানেলে ৪০ হাজার কিউসেক ও ভাটিতে ১১ লাখ কিউসেক পানি ছাড়া হয়েছে। এ নিয়ে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যম ছাড়াও সামাজিক মাধ্যমে খবর ও তথ্য ছড়িয়ে পড়েছে। তবে ফারাক্কার নিকটবর্তী বাংলাদেশের দুই জেলায় পদ্মায় জলস্ফীতি ঘটেনি। চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দারা বলছেন, প্রকৃত পরিস্থিতির চেয়ে গুজব ছড়ানো হচ্ছে বেশি। এদিকে ফারাক্কা বাঁধের সব গেট খুলে দেওয়ায় পদ্মা নদীতে প্রতি ৩ ঘণ্টায় ১ সেন্টিমিটার করে পানি বাড়ছে বলে জানিয়েছেন পাউবোর সংশ্লিষ্ট দপ্তর। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ও স্থানীয়রা বলছেন এই সময়ে পদ্মায় পানির বৃদ্ধির এই হার অস্বাভাবিক কিছু নয়। সোমবার ফারাক্কা বাঁধের গেট খোলার কথা বলা হলেও রোববার থেকেই একটু একটু করে নদীতে পানি বাড়ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উত্তরাঞ্চলীয় পানিবিজ্ঞান পরিমাপ বিভাগ। পাউবোর এই বিভাগের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী রেজাউল করিম বলেন, ভারত আনুষ্ঠানিকভাবে ফারাক্কা বাঁধের সব গেট খোলার ব্যাপারে আমাদের কিছু জানায়নি। এই রকম কোনো চুক্তিও আমার জানামতে নেই। তবে আমরা দেখেছি যে, ১ জুলাই থেকে অক্টোবর মাস পর্যন্ত ফারাক্কা বাঁধের অধিকাংশ গেট খোলা রাখা হয়। এ সময়ে ফারাক্কার উজানে বিহার অঞ্চলে বন্যা হয়ে থাকে।
উত্তরাঞ্চলীয় পানিবিজ্ঞান পরিমাপ বিভাগ আরও বলছে, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাঁকা এলাকা দিয়ে ভারতের গঙ্গা নদী পদ্মা নাম ধারণ করে বাংলাদেশে প্রবেশ করেছে। পাঁকা পয়েন্টে সোমবার ভোর ৬টা ও সকাল ৯টায় পানির উচ্চতা পাওয়া গেছে ২০ দশমিক ৪৮ মিটার। বিকাল ৩টায় তা বেড়ে হয় ২০ দশমিক ৫০ মিটার। পাঁকা পয়েন্টে পদ্মার পানির বিপৎসীমা ২২ দশমিক শূন্য ৫ মিটার। ফলে ফারাক্কার সবচেয়ে নিকটবর্তী বাংলাদেশের সর্ব পশ্চিমের গ্রাম পাঁকায় পদ্মার পানি এখনো বিপৎসীমার অনেকটা নিচে অবস্থান করছে।
এদিকে পাঁকা ইউনিয়নের চর বিশরশিয়া গ্রামের মনিরুল ইসলাম জানান, আমরা তো কিছুই বুঝতে পারছি না। বিভিন্নভাবে ছড়ানো হয়েছে চাঁপাইনবাবগঞ্জ নাকি ভেসে যাচ্ছে। এসব গুজব আমরা দেখছি সামাজিকমাধ্যমে।
তিনি আরও বলেন, গত তিন চার দিনে পদ্মার পানি কিছুটা কমেছিল। রোববার থেকে একটু একটু করে বাড়ছে। চরাঞ্চলের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে, যা প্রতি বছরই হয়ে থাকে। এটা আমাদের কাছে অস্বাভাবিক কিছু নয়। পদ্মার বুকের এই চরে ৫০ হাজার মানুষের বসবাস বিগত ৩০ বছর ধরে। অন্যদিকে ভাটিতে রাজশাহী নগরের বড়কুটি পয়েন্টে পদ্মা নদীর পানির বিপৎসীমা ১৮ দশমিক শূন্য ৫ মিটার। সোমবার ভোর ৬টায় এখানে পানির উচ্চতা পাওয়া গেছে ১৬ দশমিক ২৭ মিটার। সকাল ৯টায় পানির উচ্চতা আরও এক সেন্টিমিটার বেশি পাওয়া যায়। বিকাল ৩টায় পানির উচ্চতা পাওয়া যায় ১৬ দশমিক ৩০ মিটার। পাউবোর তথ্যমতে, বড়কুঠির আরও ভাটিতে রাজশাহীর চারঘাট উপজেলার সারদায় পদ্মার পানির বিপৎসীমা ১৬ দশমিক ৯২ মিটার। সোমবার ভোর ৬টায় এই পয়েন্টে পানির উচ্চতা ছিল ১৫ দশমিক শূন্য ৫ মিটার এবং সকাল ৯টা ও বিকাল ৩টায় পানির উচ্চতা পাওয়া গেছে ১৫ দশমিক শূন্য ৬ মিটার। এখন রাজশাহীর বড়কুঠি পয়েন্টে পদ্মা বিপৎসীমার ১ দশমিক ৭৫ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় অস্বাভাবিক কিছু ঘটার আশঙ্কা নেই বলে পাউবোর সংশ্লিষ্ট বিভাগ থেকে জানানো হয়েছে। এদিকে পদ্মার অন্যতম প্রধান শাখা নদী চাঁপাইনবাবগঞ্জের মহানন্দায় সোমবার ভোর ৬টা ও সকাল ৯টায় পানির উচ্চতা পাওয়া গেছে ১৮ দশমিক ৪৭ মিটার। বিকাল ৩টায় পানি বেড়ে হয় ১৮ দশমিক ৪৯ মিটার। চাঁপাইনবাবগঞ্জ পয়েন্টে মহানন্দা নদীর পানির বিপৎসীমা ২০ দশমিক ৫৫ মিটার। রাজশাহী অঞ্চলের নদীগুলোর মধ্যে আত্রাই, শিব, বারনই ও পুনর্ভবা নদীর পানিও এখন বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে পদ্মার পানি বাড়ার সঙ্গে সঙ্গে এসব নদীরও পানি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। নদীগুলোর দিকে সার্বক্ষণিক নজর রাখছে উত্তরাঞ্চলীয় পানিবিজ্ঞান পরিমাপ বিভাগ।
এ দপ্তরের নির্বাহী প্রকৌশলী রেজাউল করিম বলেন, আমরা সাধারণত ১০ দিনের জন্য নদ-নদীর পানি বৃদ্ধির পূর্বাভাস দিই। আমরা এখনো মনে করি, আগামী ১০ দিনের মধ্যে পদ্মাসহ অন্যান্য নদীর পানি বিপৎসীমা অতিক্রম করবে না। তারপরও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না পানি বাড়ছে বলে। রোববার দুপুর থেকেই পানি বাড়ছে। আরও ২ থেকে ৩ দিন পার হলে প্রকৃত অবস্থা বোঝা যাবে। এসব নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদে গঙ্গা নদীর ওপর অবস্থিত ফারাক্কা ব্যারাজের সব গেট বা জলকপাট খুলে দেওয়া হয়েছে সোমবার। বিষয়টি নিয়ে গণমাধ্যমের বিভিন্ন প্রতিক্রিয়ার আলোকে মুখ খুলেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। মুখপাত্র রণধীর জ্যাসওয়াল বিষয়টি নিয়ে কথা বলেছেন। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রকাশিত বিবৃতি অনুসারে, রণধীর জ্যাসওয়াল বলেছেন, ‘আমরা গণমাধ্যমে ফারাক্কা ব্যারাজের গেটগুলো খুলে দেওয়ার খবর দেখতে পেয়েছি। যার ফলে গঙ্গা বা পদ্মা নদীতে স্বাভাবিক গতিপথ ধরে ভাটির দিকে ১১ লাখ কিউসেক পানি প্রবাহিত হবে।’ তিনি বলেন, ‘এটি খুবই স্বাভাবিক বিষয়। মূলত উজানে গঙ্গা নদীর অববাহিকায় ভারী বৃষ্টিপাতের ফলে পানির প্রবাহ বৃদ্ধির কারণে এমনটা ঘটেছে।’ রণধীর জ্যাসওয়াল বলেন, ‘এটি বুঝতে হবে যে ফারাক্কা একটি ব্যারাজ, ড্যাম নয় (ব্যারাজ হলো পানির প্রবাহের ওপর এমন একটি বাধা, যার সাহায্যে নির্দিষ্ট পরিমাণ পানি অন্যদিকে প্রবাহিত করা হয় এবং ড্যামের মাধ্যমে কোনো প্রবাহের ওপর বাধা দিয়ে উজানে পানি ধরে রাখা হয়)। যখনই এখানে পানি একটি নির্দিষ্ট পরিমাণে আসে, তখন তা স্বাভাবিক গতিতে বয়ে যায়।’ ফারাক্কা ব্যারাজের উদ্দেশ্য তুলে ধরে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘এটি কেবল একটি কাঠামো, যার মাধ্যমে খুব সাবধানে প্রধান নদী গঙ্গা বা পদ্মা ওপর একটি গেট সিস্টেম ব্যবহার করে ফারাক্কা খালে ৪০ হাজার কিউসেক পানি প্রবাহিত করা হয় এবং ভারসাম্যপূর্ণ পানি প্রধান নদী হয়ে বাংলাদেশের দিকে প্রবাহিত হয়।’ ফারাক্কা ব্যারাজের গেট খুলে দেওয়ার তথ্য আদান–প্রদান প্রসঙ্গে রণধীর জ্যাসওয়াল বলেন, ‘প্রটোকল অনুযায়ী তথ্য-উপাত্ত নিয়মিত ও সময়মতো বাংলাদেশের সংশ্লিষ্ট যৌথ নদী কমিশনের কর্মকর্তাদের সঙ্গে শেয়ার করা হয়, এবারও তা–ই করা হয়েছে।’ তিনি আরও বলেন, ‘ভুল–বোঝাবুঝি সৃষ্টির জন্য এই বিষয়ে ভুয়া ভিডিও, গুজব এবং ভীতি ছড়ানোর বিষয়টি আমরা দেখেছি। দৃঢ়ভাবে সত্য তথ্যের মাধ্যমে এই বিষয়টির মোকাবিলা করা উচিত।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640