ওলি ইসলাম, ভেড়ামারা থেকে ॥ কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় সৃষ্ট রাজনৈতিক উত্তেজনা ও দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার বিষয়ে সাধারণ জনগণ ও রাজনীতিক নেতা কর্মীদের মধ্যে যে সংশয় দেখা দিয়েছে সেটা দূরীভূত করার লক্ষ্যে সংবাদ সম্মেলন করেছেন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আলম। গতকাল ২১শে আগস্ট বুধবার রাত সাড়ে ৮টায় শুরু হওয়া সংবাদ সম্মেলনে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, গত ২০শে আগস্ট বিএনপি’র একটি ক্ষুদ্র অংশ ভেড়ামারার সরকারি সম্পত্তি ডাকবাংলো তালা ভেঙে দখল নিয়ে সেখানে একটি অনুষ্ঠান করে। যা দীর্ঘকাল ধরে আওয়ামী লীগের কর্মীদের দখলে ছিল। কিন্তু তাদের মতো করে একইভাবে যদি এই ক্ষুদ্র অংশটি ডাকবাংলো দখল করে তাহলে বিএনপির ভাবমূর্তি নষ্ট হতে পারে। তাই কিছু নেতাকর্মী এই অবৈধ দখল মুক্ত করার জন্য ডাকবাংলোর চাবি সরকারি কর্মকর্তার কাছে বুঝিয়ে দেয়। এখন সরকারি সম্পত্তি থাকবে সরকারি কর্মকর্তার হাতে। তিনি আরো বলেন, দলের কর্মসূচি পালন করার অধিকার তাদের আছে। কিন্তু সরকারি স্থাপনা দখল করে পালন করবে এটা মেনে নেয়া যায় না। ডাকবাংলো দখলের বিষয়ে প্রশ্ন করা হলে সেদিনের ঘটনায় আহত পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাহারুল ইসলাম বকুল সমস্ত ঘটনাকে মিথ্যা দাবি করে বলেন, ডাকবাংলো সরকারি সম্পত্তি, এটা দখল করার প্রশ্নই আসে না, এটি সম্পূর্ণ মিথ্যা। আমাদের উপরে হামলা করা হয়েছে। হামলায় আমি সহ বেশ কয়েকজন আহত হয়ে চিকিৎসা নিচ্ছি। আমরা মূলত সেখানে স্বেচ্ছাসেবক দলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা করেছি। সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তৌহিদুল ইসলাম আলম বলেন, তারা একেক সময় একেক রকমের কথা বলে। আন্দোলন সংগ্রামের ১৮ বছর কেন্দ্রঘোষিত কর্মসূচিতে তারা অনুপস্থিত ছিল। এই সুবিধাভোগী অংশটি আমাদের বিপক্ষে থাকা আওয়ামী লীগ ও জাসদের সন্ত্রাসীদের নিয়ে একত্রিত হয়েছে যারা এক সময় আমাদের উপরে হামলা চালিয়ে আমাদের অফিস ভাঙচুর করেছিল। এই অনুপ্রবেশকারী ঠেকাতে আমরা দলীয় কঠোর নির্দেশনা মেনে চলছি।
Leave a Reply