ওলি ইসলাম ॥ কুষ্টিয়া ভেড়ামারায় কেক কেটে স্বেচ্ছাসেবক দলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন। এ উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২০ই আগস্ট মঙ্গলবার বিকেল সাড়ে ৫ টায় ভেড়ামারা উপজেলা চত্বর থেকে র্যালিটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ভেড়ামারা ডাকবাংলোতে এসে শেষ হয় এবং সংক্ষিপ্ত একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভেড়ামারা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ মনিরুজ্জামান জুয়েল এর সভাপতিত্বে এবং সাবেক ভেড়ামারা কলেজ ছাত্রদলের সভাপতি ও বর্তমান পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাহারুল ইসলাম বকুলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা জাতীয়তাবাদী দল বিএনপির ভেড়ামারা উপজেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক এবং সাবেক উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ শাহজাহান আলী।সভায় শাহজাহান আলী স্বেচ্ছাসেবক দলের সদস্যদের বিভিন্ন আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করে জাতীয়তাবাদী দল বিএনপিকে শক্তিশালী করার জন্য অভিনন্দন জানান। দলের মধ্যে ঐক্য, দলীয় নেতাকর্মীদেরকে মূল্যায়ন, ভাঙচুর লুটপাটের বিরুদ্ধে সাংগঠনিক কঠোর ব্যবস্থাসহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন।
এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক রাজন আলী, মোকারিমপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আতিয়ার রহমান সহ বিভিন্ন পর্যায়ের বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।
Leave a Reply