কাগজ প্রতিবেদক ॥ স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে কুষ্টিয়ার কুমারখালীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে বাঁশগ্রাম জান্নাতুন নাহার মডেল একাডেমির আয়োজনে বাঁশগ্রাম আলাউদ্দিন আহমেদ বিশ্ববিদ্যালয় কলেজের হলরুমে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। বাঁশগ্রাম জান্নাতুন নাহার মডেল একাডেমির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমজাদ আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন কুষ্টিয়া-০৪ আসনের সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আব্দুর রউফ। বাঁশগ্রাম আলাউদ্দিন আহমেদ বিশ্ববিদ্যালয় কলেজের প্রভাষক মুহাইমিন বাবুর সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আলতাফ মাহমুদ, বাঁশগ্রাম ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক আহমেদ, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক কাজল শেখসহ প্রমূখ।
Leave a Reply