ওলি ইসলাম ॥ কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় দ্বিতীয় দিনের মতো শেখ হাসিনার বিচারের দাবিতে উপজেলা বিএনপি’র আয়োজনে কর্মসূচি পালিত হয়েছে।
গতকাল ১৫ই আগস্ট বৃহস্পতিবার বিকেল ৫ টায় ভেড়ামারা কোচস্ট্যান্ড থেকে এই মোটরসাইকেল মিছিলের কর্মসূচি শুরু হয়। মিছিলটি ভেড়ামারার বিভিন্ন মোড় ঘুরে আবার কোচস্ট্যান্ডে এসে শেষ হয়। মিছিল পরবর্তী বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জেলা বিএনপির সিনিয়র যুগ্ন-সম্পাদক ভেড়ামারা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম আলম বলেন, স্বৈরাচার হাসিনা গুম, খুনের মাধ্যমে দেশে এক অরাজক পরিস্থিতি তৈরি করেছিল। সে ছাত্র জনতার বুকে গুলি চালিয়ে অনেক রক্ত ঝরিয়েছে। আমরা তার বিচার দাবি করছি। অনুষ্ঠানে বিএনপি নেতা শফিকুল ইসলাম ডাবলু সহ যুবদল নেতা মোশাররফ এবং পৌর ও বিভিন্ন ইউনিয়নের যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও শ্রমিক দলের বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
Leave a Reply