এম আনোয়ার হোসেন নিশি, মিরপুর থেকে ॥ আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি, সমতলের আদিবাসীদের জন্য পূথক মন্ত্রনালয়, ভূমি কমিশন গঠন ও আদিবাসীদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মিছিল ও সমাবেশ গতকাল সকাল ১১ টার সময় মিরপুর ঈগল চত্বর ও উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়েছে। মিরপুর উপজেলা সমতলের আদিবাসী ছাত্র-যুব ও সাধারণ জনগণের আয়োজনে মিছিলটি মিরপুর পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ঈগল চত্বর ও উপজেলা পরিষদ চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সমাবেশে তারা বলেন ইতিপূর্বে (নৃ-গোন্ঠী) আদিবাসীরা নানা ভাবে হয়রাণী, শাররীক নির্যাতন হয়েছে বর্তমান অন্তর্বতী সরকারের কাছে দাবি, আমাদের সার্বিক ভাবে স্থায়ী নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সরকার পরিবর্তনের পরে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতা কর্মীরা মিরপুরে হিন্দু সম্প্রদায়ের মুন্দীর আদিবাসিদের মন্দীরসহ আমাদের নিরাপত্তা দিতে তারা রাতে পাহাড়া করছে এবং সকল সময় আমাদের খোজ খবর নিচ্ছে। বক্তরা আরো বলেন মিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রহমত আলী রব্বান দাদা আমাদের বলেছেন আপনাদেরকে কেহ -হুমকি ধামকি এবং মারধর করলে, চাঁদার দাবি করলে এবং আপনাদের যে কোন সমস্যায় কেহ করলেই তৎক্ষনিক আমাকে জানাবেন আমি তার ব্যবস্থা নিব। প্রয়োজনে ঐ দূকৃতিকারীদের ধরে বেধে রেখে সংবাদ দিবেন আমরা এসে তার বিচার করবো। আদিবাসীরা আরো বলেন আমরা বর্তমানে যথেষ্ট ভাল আছি, আমাদের কোন সমস্যা নেই। তবে রাষ্ট্রীয় ভাবে আমাদের কিছু দাবি এবং কথা তো থাকতে ই পারে- যেমন আদিবাসী হিসাবে আমাদের সাংবিধানিক স্বীকৃতি চাই, সমতলের আদিবাসীদের জন্য পূথক মন্ত্রনালয় করতে হবে, ভূমি কমিশন গঠন ও আদিবাসীদের স্থায়ী ভাবে নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সমাবেশ ও মিছিল করছি। আমরা কাউকে উদ্দের্শ্য করে কিছু করছি না। এটা আমাদের কেন্দ্রীয় দাবির প্রেক্ষিতে মিরপুরে এই প্রোগাম করছি। এ সমাবেশের সভাপতিত্বে করেন উপজেলা আদিবাসী (নৃ-গোষ্ঠীর) সভাপতি মিঠুন চন্দ্র বেদ ওরফে মিঠু, বক্তব্য প্রদান করেন উপজেলা আদিবাসী নৃগোষ্ঠীর সাধারণ সম্পাদক সুজন চন্দ্র বেদ,সহ-সভাপতি শামিম কুমার বেদ, কোষাধ্যক্ষ অবুঝ চন্দ্র বেদ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন মিরপুর উপজেলা সমতলের আদিবাসী ছাত্র পরিষদের দক্ষ সাধারণ সম্পাদক সুজিৎ চন্দ্র বেদ।
Leave a Reply