কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছার জৈষ্ঠ্য পুত্র বীরমুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২ তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে।
গতকাল বেলা ১১টায় শহরের এন, এস রোড বঙ্গবন্ধু সুপার মার্কেটস্থ জেলা আওয়ামীলীগ কার্যালয়ে সামাজিক দুরুত্ব বজায় রেখে জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ সদর উদ্দিন খানের সভাপতিত্বে বীরমুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্টিত হয়। সভায় সভাপতি আলহাজ¦ সদর উদ্দিন খান বলেন, শেখ কামাল ছিলেন বঙ্গবন্ধুর আবক্ষ মুর্তি, বঙ্গবন্ধুর আদর্শ, বঙ্গবন্ধুর চিন্তা, চেতনা সব কিছুই ছিল তার মধ্যে বিদ্যমান। সোনার বাংলা গড়ার স্বপ্নের পেছনে তাঁর অবদানও কম নয়। সমালোচনাকারীরা ৭৫’র ১৫ আগষ্টে বঙ্গবন্ধু, শেখ কামালসহ তার পরিবারকে হত্যা করার পর তাকে নিয়ে নানা কুরুচীপুর্ণ বক্তব্য উপস্থাপন করেন, যা পরবর্তিতে জাতি বিশ^াস করেনি। তিনি বলেন, পাকিস্তানী শাসক গোষ্টি মহান মুক্তিযুদ্ধে হেরে গিয়ে তাদের দোসরদের দিয়ে বাংলাদেশকে আরেকবার নিঃশে^স করার চেষ্টা চালিয়েছিল যা তারা সফল করতে পারেনি। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একে একে ভাই, পিতা, মাতা হত্যাকারীদের বিচারের আওতায় আনতে স্বক্ষম হয়েছেন, যুদ্ধাপরাধীদের একে একে বিচারের আওতায় এনে এ দেশকে একটি উন্নত, স্বাধীন বাংলাদেশে রুপান্তর করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজগর আলী, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আ স ম আক্তারুজ্জামান মাসুম, শহর আওয়ামীলীগের সভাপতি তাইজাল আলী খান, সহ-দপ্তর সম্পাদক শাহাজ্জল, আওয়ামীলীগ নেতা এ্যাডঃ হাসু, মহিলা আওয়ামীলীগের সভাপতি জেবউন নেছা সবুজ, জেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক এ্যাডঃ শীলা বসু প্রমুখ।
Leave a Reply