কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়ার কুমারখালীতে পুলিশ ও আওয়ামী লীগ ও কর্মীদের সাথে কোটাবিরোধী ও সর্বাতœক অসহযোগ আন্দোলন সমর্থনকারীদের কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে।৷ গতকাল রবিবার সকালে কুমারখালী বাসস্ট্যান্ড মোড় ও উপজেলা সড়কে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে। কোটা বিরোধী আন্দোলনকারী ছাত্রদের সাথে বিএনপি অনুসারীদের অনেকেই অংশগ্রহণ করে। (রবিবার) সকাল ১০টার দিকে কুমারখালী আদর্শ মহিলা ডিগ্রি কলেজের সামনে থেকে লাঠিসোঁটা সহকারে মিছিল বের করে কোটা বিরোধী আন্দোলন কারীরা। মিছিলটি বাসস্ট্যান্ড মোড়ে এসে অবস্থান নিয়ে সরকার বিরোধী স্লোগান দিতে থাকে। এ সময় বঙ্গবন্ধুর ম্যুরাল চত্বরে পুলিশ ও রেলষ্টেশন এলাকায় আওয়ামী লীগ নেতাকর্মীরা অবস্থান করছিল।
সে সময় আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে অতর্কিত ইটপাটকেল নিক্ষেপ শুরু করলে কুমারখালী থানার পরিদর্শকের (ওসি) আকিবুল ইসলামের নেতৃত্বে পুলিশও পাল্টা টিয়ারশেল নিক্ষেপ করে। একই সাথে আওয়ামী লীগের কর্মীরা আন্দোলন কারীদের ধাওয়া দিলে তাদের সথে মুখোমুখি সংঘর্ষ বাধে।
এক পর্যায়ে আন্দোলন কারীরা পিছুহটে এবং ছত্রভঙ্গ হয়ে যায়। এর কিছুক্ষণ পরই বিক্ষোভ কারীরা উপজেলা সড়ক ও বাসটার্মিনালের দিক থেকে ইটপাটকেল নিক্ষেপ শুরু করলে আবারও পুলিশ ও আওয়ামী লীগ কর্মীদের সাথে সংঘর্ষ বাধে। এ সময় আন্দোলন কারীদের পক্ষে নারীদেরকেও ইটপাটকেল ছুঁড়তে দেখা গেছে। এ ঘটনায় আওয়ামী লীগ ও বিক্ষোভকারীদের কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। পুলিশ অন্তত ১০/১৫ রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করে। এ রিপোর্ট তৈরি করা পর্যন্ত কয়েক দফা সংঘর্ষ শেষে পুলিশ ও আওয়ামী কর্মীরা বাসস্ট্যান্ড মোড় নিজেদের দখলে নিয়ে অবস্থান করছে। পুলিশ সূত্রে জানাগেছে, তারা যে কোন ধরণের সহিংসতা এড়াতে আওয়ামী লীগ ও আন্দোলন কারীদের মাঝে অবস্থান নিয়েছিলেন। কিন্তু আন্দোলন কারীরা বাসস্ট্যান্ডে এসেই পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়তে শুরু করে।
এক পর্যায়ে পুলিশও তাদের ছত্রভঙ্গ করতে টিউারশেল নিক্ষেপ করে।
দলের কেন্দ্রীয় নির্দেশনা পেয়ে উপজেলা আওয়ামী লীগ সহ ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী কর্মীরা রেলস্টেশন এলাকায় গণজমায়েত করে।
Leave a Reply