1. nannunews7@gmail.com : admin :
November 9, 2025, 4:22 pm

ধর্ষককে গ্রেফতারের দাবীতে আলমডাঙ্গা প্রেসক্লাবে মানবতা ফাউন্ডেশনের সাংবাদিক সম্মেলন

  • প্রকাশিত সময় Saturday, August 3, 2024
  • 61 বার পড়া হয়েছে

বশিরুল আলম, আলমডাঙ্গা থেকে ॥ আলমডাঙ্গা উপজেলার খাস বাগুন্দি গ্রামের রমজান আলীর ছেলে ধর্ষক আলাউদ্দিনের বিরুদ্ধে লিখিত সংবাদ সম্মেলন করেন ধর্ষিতার পক্ষে মানবতা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এ্যাডঃ মানি খন্দকার। এ সময় উপস্থিত ছিলেন,মানবতা ফাউন্ডেশনের গণ সংযোগ কর্মকর্তা হাফিজ উদ্দিন হাবলু,অপারেশন অফিসার এ্যাডঃ জিল্লুর রহমান জালাল, মোটিভেশন অফিসার জাকিয়া সুলতানা ঝুমুর। বেলা বারোটার দিকে আলমডাঙ্গা প্রেসক্লাবে উপস্থিত হয়ে ফাতেমা খাতুনের পক্ষে মানি খন্দকার লিখিত বক্তব্য বলেছেন আমি নিম্নস্বাক্ষরকারী মোসাম্মৎ ফাতেমা খাতুন (২০) পিতা মৃত খেদের আলী, মাতা মোসাম্মৎ মর্জিনা খাতুন শংকরচন্দ্র, থানাঃ চুয়াডাঙ্গা সদর, জেলাঃ চুয়াডাঙ্গা, এপি বাসা নম্বর ২৭৪ ( ছাপাখানা মোড়) থানাঃ মিরপুর মডেল ঢাকা। জন্ম নিবন্ধন নম্বর ২০০৪১৮১২৩৭১১২৭২৯৬, মোবাইল নাম্বার ১৯৯৯৫৬১৪১৪,আমার মা ও ভাবিকে সঙ্গে নিয়ে থানায় আসিয়া আসামি এই মর্মে এজাহার দায়ের করিতেছে যে,আমার বাবা মারা যাওয়ার পর সাংসারিক অভাব অনটনের কারণে আমার মা আমাকে আমার চাচাতো ভাইয়ের স্ত্রী মোসাম্মৎ সুলতানা ইভা এর বাসায় রাখেন। আমি প্রায় ১৩ বছর ধরে আমার ভাবি মোছাম্মৎ ইসমাত সুলতানার সাথে তার বাসায় বসবাস করিয়া আসতেছি। আসামি মোহাম্মদ আলাউদ্দিন (৪৩), আমার ভাবি মোসাম্মৎ কিসমত সুলতানা এর আমেরিকান প্রবাসী আপন শাশুড়ি ।মোছাম্মদ নাদিরা বেগমের দ্বিতীয় স্বামী হাওয়ায় প্রায়ই উক্ত বাসায় যাওয়া আশা করতে থাকেন। আসামি বাসায় আসিয়া প্রায়ই অবস্থান করিতেন। আমার ভাবি উপজেলা কৃষি অফিস নারায়ণগঞ্জ, ঢাকায় কর্মরত এবং তাহার স্বামী বেসরকারি চাকরির সুবাদে প্রতিনিয়ত আমাকে বাসায় একা রেখে যেতেন। এর বাসায় রাখিয়া তাদের দুই সন্তানকে দিয়ে অফিসে যান। একই তারিখ বেলা অনুমান ১১ টার সময় আমি বারান্দায় বসে থাকা অবস্থায় আসামি আমাকে কাজের কথা বলিয়া রুমে ডেকে নিয়ে যায়। একপর্যায়ে স্ত্রী আমেরিকার প্রবাসী হওয়ায়, এরপর হইতে আসামি বিভিন্ন সময় আসিয়া আমাকে বিবাহের প্রলোভন দেখাইয়া ধর্ষণ করতে থাকেন। আসামি সর্বশেষ গত ৮/ ৫/ ২০২৪ তারিখে বেলা অনুমান ১১ ঘটিকার সময় আমাকে উক্ত বাসায় আসামির শয়ন কক্ষের মধ্যে ধর্ষণ করে।পরবর্তীতে আমি অন্তঃসত্তা হইলে বিষয়টি আমার ভাবিকে বিস্তারিত জানালে ভাবি ঘটনার বিবরণ শুনিয়া আমার মা ও ভাই সহ পরিবারের অন্যান্য সদস্যের সাথে আলোচনা করেন। ঘটনার বিস্তারিত বিষয়ে আমার মা, ভাই ও পরিবারের সাথে আলোচনা করিয়া তাহাদের সহায়তায় মিরপুর মডেল থানায় আসিয়া এজাহার দাখিল করি। মীরপুর মডেল থানার শিশু নির্যাতন মামলা নং-২৬ তারিখ ৯/৬/২৪। বাদী মোছাঃ ফাতেমা খাতুন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640