মিরপুর প্রতিনিধি ॥ ১৫ আগষ্ট বঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯ তম শাহাদত বার্ষিকী জাতীয় শোক দিবস উদযাপনে কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলা প্রশাসন এর আয়োজনে ৩১ জুলাই ২০২৪ মঙ্গলবার দুপুর ১ টা ৩০ মিনিটের সময় উপজেলা পরিষদ অডিটোরিয়মন হলে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। এ ছাড়া ও ৫ আগষ্ট ২০২৪ বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টন শেখ কামালের ৭৫ তম জন্মবার্ষিকী এবং ৮ আগষ্ট ২০২৪ বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর ৯৪ তম জন্মবার্ষিকী উদযাপন করবেন বলে ও আলোচনা সভায় সিদ্ধান্ত হয়েছে। এ প্রস্তুতিসভার প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া-২ মিরপুর-ভেড়ামারা আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ¦ কামারুল আরেফিন এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. আলহাজ¦ আব্দুল হালিম পিপি। উপজেলা নির্বাহী অফিসার বিবি করিমুন্নেছা’র সভাপতিতে বক্তব্য প্রদান করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল কাশেম জোয়ার্দ্দার,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শেখ নজরুল করিম, সগকারী কমিশনার ভূমি মেসকাতুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ মোস্তফা হাবিবুল্লাহ, মিরপুর ইউপি চেয়ারম্যান ফাউন্ডিশনের সভাপতি ও মালিহাদ ইউপি চেয়ারম্যান আকরাম হোসেন। অনুষ্ঠিান পরিচালনা করেন অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন। এ সভায় উপজেলা পরিষদের সকল অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply