1. nannunews7@gmail.com : admin :
September 19, 2024, 1:29 am

শেষ হলো ক্রিকেটারদের অনুশীলনের চট্টগ্রাম পর্ব, ঢাকায় শুরু ৩ আগস্ট

  • প্রকাশিত সময় Wednesday, July 31, 2024
  • 39 বার পড়া হয়েছে

ক্রিড়া প্রতিবেদক ॥বাংলাদেশ দলের ক্রিকেটারদের লাল বলে অনুশীলন শুরু হয়েছিলো ২৩ জুলাই। চলতি মাসের মাঝামাঝি কোটা আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনা ও অস্বাভাবিক পরিস্থিতির মধ্যেও প্রথমে ২ দিনের, পরে ৩ দিনের দু’দুটি প্রস্তুতি ম্যাচ হলো চট্টগ্রামে।আজ ৩১ জুলাই চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শেষ হলো ৩ দিনের প্র্যাকটিস ম্যাচ। আজ রাতেই (বুধবার সন্ধ্যা সাড়ে ৭ টার ফ্লাইটে) চট্টগ্রাম থেকে ঢাকা চলে এসেছেন ক্রিকেটাররা।আগামীকাল বৃহস্পতি ও পরশু শুক্রবার দু’দিন বিশ্রাম ও বিরতি। আগামী ৩ আগস্ট থেকে টিম বাংলাদেশের সব অনুশীলন কার্যক্রম হবে ঢাকার মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে। পাশাপাশি পাকিস্তানগামী বাংলাদেশ ‘এ’ দলের অনুশীলনও হবে ৪ ও ৫ আগস্ট শেরে বাংলায়।
২টি চারদিনের ম্যাচ আর ৩টি একদিনের ম্যাচ খেলতে ৬ আগস্ট পাকিস্তানের উদ্দেশ্যে যাত্রা করবে বাংলাদেশ ‘এ’ দল। আর ২ ম্যাচের টেস্ট খেলতে বাংলাদেশ টেস্ট দল পাকিস্তান রওনা হবে ১৬ আগস্ট।এদিকে আগেই জানা, জাতীয় দলের চট্টগ্রাম পর্বের প্রস্তুতিতে ছিলেন না হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে ও প্রধান সহকারি কোচ নিক পোথাস।জাতীয় দল ব্যবস্থাপনার দায়িত্বে থাকা কর্মকর্তাদের দেয়া তথ্য অনুযায়ী আগামী ২ আগস্টের মধ্যে হাথুরুসিংহে আর নিক পোথাস চলে আসবেন এবং ৩ আগস্ট শেরে বাংলায় জাতীয় দলের অনুশীলনে যোগ দেবেন।সংশ্লিষ্ট সূত্র আরও জানিয়েছে, হেড কোচ ও সহকারী কোচের সাথে ট্রেনার নিক লি’ও আগামী ২ দিনের মধ্যে ঢাকা চলে আসবেন। প্রথমে শোনা যাচ্ছিল, হেড কোচ হাথুরুসিংহে ছুটি কাটিয়ে ৩০-৩১ আগস্টের মধ্যে দেশে ফিরবেন। পরে জানা গেল, হেড কোচ হাথুরু অ্যাসিস্ট্যান্ট কোচ নিক পোথাস এবং ট্রেনার নিক লি ১ আগস্ট আগামীকাল বৃহস্পতিবার) না হয় ২ আগস্টের মধ্যে ঢাকা পৌঁছাবেন।এদিকে চট্টগ্রামে ৩ দিনের ম্যাচ শেষে ঢাকায় ফেরা ক্রিকেটারদের প্রায় সবারই গন্তব্য পাকিস্তান। কারণ জাতীয় টেস্ট দল ছাড়াও ‘এ’ দলের ৪ দিনের সিরিজের জন্য ২ দল এবং ওয়ানডে দল মিলে ৩৫ জনের মত ক্রিকেটার আগামী মাসে পাকিস্তান যাবেন।এর মধ্যে ৪ ক্রিকেটার মুশফিকুর রহিম, মুমিনুল হক, মাহমুদুল হাসান জয় ও শাহাদাত হোসেন দিপু ৪ ও ৫ আগস্ট ‘এ’ দলের সাথে অনুশীলন করে প্রথম ৪ দিনের ম্যাচ খেলার জন্য ‘এ’ দলের সাথেই পাকিস্তান যাবেন।আগামী ১০ আগস্ট থেকে শুরু হতে যাওয়া প্রথম ৪ দিনের ম্যাচ খেলে তারপর তারা ৪ জন জাতীয় দলের সাথে যুক্ত হবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640