দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে চোরাচালান নিরোধ ও আইন-শৃঙ্খলা উন্নয়ন কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. ওবায়দুল্লাহ্’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য আলহাজ্ব রেজাউল হক চৌধুরী। উপ¯ি’ত ছিলেন, দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বুলবুল আহমেদ টোকেন চৌধুরী, দৌলতপুর সহকারী কমশিনার (ভূমি) ফয়সাল আহমেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান (কামরুল) ও মহিলা ভাইস চেয়ারম্যান ইকফাত আরা জলি কবিরাজ। সভায় বক্তব্য রাখেন, দৌলতপুর থানার ওসি মাহবুবুর রহমান, বিজিবি সদস্য রাজিবুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম, হোগলবাড়িয়া ইউপি চেয়ারম্যান সেলিম চৌধুরী, আদাবাড়িয়া ইউপি চেয়ারম্যান আব্দুল বাকী ও দৌলতপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম। এসময় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ ও আইন-শৃঙ্খলা উন্নয়ন কমিটির অন্যান্য সদস্যবৃন্দ সভায় উপ¯ি’ত ছিলেন। সভায় দৌলতপুরের আইনশৃঙ্খলা পরি¯ি’তি স্বাভাবিক রাখা সহ মাদক ও চোরাচালান রোধে স্ব স্ব অব¯’ান থেকে সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান সভার সভাপতি দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. ওবায়দুল্লাহ্। এরআগে সকাল সাড়ে ১০টায় একই ¯’ানে আগামী আগামী ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৯তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালনের প্র¯‘তি সভা অনুষ্ঠিত হয়। একইসাথে ৫ আগস্ট স্বাধীনতার মহান ¯’পতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর ৭৫তম জন্মবার্ষিকী এবং ৮আগস্ট বঙ্গমাতা বেগম ফজিলাতুনেছা মুজিব এঁর ৯৪তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যদায় পালনের প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়।।
Leave a Reply