আলমডাঙ্গা ব্যুরো ॥ আলমডাঙ্গা থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে শাহাবুল(৩১)কে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার বিকেল সাড়ে ৫ টার দিকে উপজেলার গড়গড়ি গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার নিকট থেকে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার করা হয়।
পুলিশ সুত্রে জানা গেছে,আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়নের গড়গড়ি পালপাড়ার গোলাম খাঁ’র ছেলে মাদক মামলার আসামি হাসান খাঁ’র বাড়িতে মাদক বেচাকেনা হচ্ছে বলে পুলিশের কাছে সংবাদ আসে। সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানার এসআই সৈয়দ ফরহাদ হোসেন ও শেখ রকিবুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানে মাদক বিক্রি কালে গড়গড়ি গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মাদক ব্যবসায়ী শাহাবুল ইসলাম (৩১) কে আটক করে। এ সময় তার কাছ থেকে ৫০পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে। মাদক বিক্রির নগদ ১হাজার ৭শত ৫০ টাকা জব্দ করে পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।
কুষ্টিয়ায় র্যাবের অভিযান
Leave a Reply