ভোরের কাগজ ও কুষ্টিয়ার কাগজ পত্রিকায় রিপোর্ট প্রকাশ হলেও
কুমারখালী প্রতিনিধি ॥ কুমারখালীতে রেলের জলাশয় ভরাট কাজ বন্ধে কোন পদক্ষেপ নেওয়া হয়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিদ্রাভিনয়ের কারণে ভরাট কাজের গতি আরো বাড়িয়ে দিয়েছে দখলদাররা। এবং ওই জায়গায় তড়িঘড়ি করে তৈরি করছে টিনসেড ঘর। এ বিষয়ে গত শুক্রবার দৈনিক ভোরের কাগজ ও কুষ্টিয়ার কাগজ পত্রিকায় “কুমারখালীতে বেহাত হতে চলেছে রেলের জলাশয়” শিরোনামে রিপোর্ট প্রকাশ হলেও টনক নড়েনি পাকশি রেলের বিভাগীয় ভু-সম্পত্তি বিভাগের কর্মকর্তাদের।এ নিয়ে স্থানীয় সচেতন মহল ক্ষোভ প্রকাশ করে বলেন, কর্তৃপক্ষের অনুমোতি ছাড়াই প্রকাশ্য দিবালোকে গাড়িভর্তি করে বালি এনে সম্পূর্ণ অবৈধভাবে সরকারি জলাশয়টি ভরাট করা হচ্ছে। অথচ রেলের সংশ্লিষ্ট দপ্তর নিদ্রাভিনয় করে চলেছে। বিশ্বস্ত একটি সূত্রে জানাগেছে, উক্ত জলাশয়টি দীর্ঘদিন যাবৎ কুমারখালী ডিগ্রি কলেজের লিজ ও দখলে ছিল। কিন্তু এই জলাশয়ের দিকে প্রভাবশালীদের কু-নজর অনেক আগে থেকেই রয়েছে। এর আগে ওই জলাশয়ের পশ্চিমের অংশে জনৈক প্রভাবশালী ব্যক্তি কলেজ কর্তৃপক্ষের চোখে ধুলো দিয়ে নির্মাণ করেছে কলেজ মার্কেট নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান। রেল কর্তৃপক্ষের উদাসীনতায় এবার জলাশয়ের পুর্বদিকে ভরাট ও স্থাপনা নির্মাণের মহোৎসব চলছে। উল্লেখ্য, বাটিকামারা গ্রামের বাসিন্দা জাহিদ হোসেন ও মালিয়াট গ্রামের হুমায়ন কবির সুইট জলাশয়টি বালি ভরাট করছেন বলে জানাগেছে। দুইজনের ভরাটকৃত জমির পরিমাণ প্রায় ২০ শতকের বেশি। এ বিষয়ে কুমারখালী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মো. শরীফ হোসেন ক্ষোভ প্রকাশ করেছেন বলে জানাগেছে। এদিকে, কলেজের উপাধ্যক্ষ বিনয় কুমার সরকার জানান, এক সময় পুরো জলাশয়টিই কুমারখালী ডিগ্রি কলেজের নামে লিজ নেওয়া এবং দখলে ছিল। কিন্তু কয়েকদিন যাবৎ দেখছি কে বা কারা বালি ভরাট কাজ শুরু করেছেন।স্থানীয় বাসিন্দারাও ক্ষোভ প্রকাশ করে জানান, পৌরসভা এলাকার ব্যক্তি মালিকানাধীন পুকুর, ডেবা ও জলাশয়গুলো একে একে ভরাট হয়ে যাচ্ছে। সেই সাথে সরকারি জলাশয়ও ব্যক্তিস্বার্থে ভরাট করা হচ্ছে। রেলওয়ের প্রয়োজনে ভরাট হলেও তবুও মেনে নেওয়া যেতো। কিন্তু স্থানীয় চিহ্নিত ব্যক্তিরা প্রকাশ্যে দাঁড়িয়ে থেকে বালি ভরাট করছেন রেলওয়ের দীর্ঘদিনের জলাশয়টি। অনতিবিলম্বে এই জলাশয় ভরাটের কাজ বন্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি করেন তারা।সেই সাথে, রেলওয়ের মুল্যবান জলাশয়টি অবৈধ ভরাটের সাথে রেলওয়ের কর্মকর্তা কর্মচারীদের যোগসাজশ রয়েছে কি-না তা খতিয়ে দেখতে বাংলাদেশ রেলওয়ের উর্দ্ধতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেন তারা।এ ব্যাপারে রেলওয়ের পাকশি বিভাগীয় ভু-সম্পত্তি কর্মকর্তা মো. নুরুজ্জামানের মুঠোফোনে বৃহস্পতিবার কল করা হলে ব্যস্ততার কারণে পরে কথা বলবেন বলে জানান। এ বিষয়ে তাঁর মুঠোফোনে জলাশয় ভরাটের ছবি ও তথ্য পাঠানো হলে তিনি এসএমএস’র মাধ্যমে জানান, আচ্ছা, দেখছি।
Leave a Reply