1. nannunews7@gmail.com : admin :
September 16, 2024, 7:03 pm
শিরোনাম :
কুষ্টিয়া জেলা প্রশাসনের আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবীতে আলোচনা ও দোয়া মাহফিল মিরপুরে ঈদে মিলাদুন্নবী(সা:) সম্পর্কে জামায়াতের আলোচনা সভা রাসুল সা: ছিলেন ছিলেন গোটা পৃথিবীর সকল মানুষের জন্য আদর্শ শিক্ষক আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বিচারাধীন জমি দখলের অপচেষ্টা; ক্ষোভ আলমডাঙ্গায় বায়তুন নুর জামে মসজিদে পবিত্র ঈদে মিলাদুন্নবী(সাঃ) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল। ভেড়ামারা উপজেলা প্রশাসনের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল দৌলতপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে সৌজন্য সাক্ষাৎ কুষ্টিয়া সরকারি কলেজের আয়োজনে ঈদে মিলাদুন্নবী(সাঃ) উদযাপন হরিপুর বাজারে কাঁচাঝাল ৮০ টাকা পোয়া কুমারখালী পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় শতাধিক তাঁতি পরিবার পানিবন্দী

এন জিও ’রঋণের কিস্তির চাপে নারীর আত্মহত্যা

  • প্রকাশিত সময় Tuesday, July 9, 2024
  • 42 বার পড়া হয়েছে

আলমডাঙ্গা প্রতিনিধি ॥ আলমডাঙ্গায় তাসলিমা খাতুন (৫৫) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত কাল দুপুরে নিজ বাড়িতে ঘরের আড়ার সঙ্গে কাপড় পেঁচিয়ে ওই নারী আত্মহত্যা করেন বলে জানা যায়। তাসলিমা খাতুন পৌর এলাকার ২ নম্বর ওয়ার্ডের মৃত মতিয়ার রহমানের স্ত্রী। স্থানীয়রা জানায়, তাসলি মাতার সেজো ছেলে কেমাল য়েশিয়ায় পাঠানোর জন্য উপজেলারক য়েকটি বেসরকারি (এনজিও) থেকে প্রায় ৪ লাখটাকা ঋণ নেন। প্রতি সপ্তাহে তাকে ৪০ হাজার টাকা কিস্তি দিতে হতো। তার ছেলে বিদেশ থেকে টাকানা দেওয়া য়কিস্তি পরিশোধ করতে পারেননি। এতে শাখা ব্যবস্থা পকসহক য়েকজন মাঠ কর্মী বাড়িতে এসে তাকে গালি গালাজ করেন। তারা পুলিশ দিয়ে ধরিয়ে নেওয়া রও হুমকি দেন। পুলিশের ভয়ে ও মনের দুঃখে গত কাল দুপুরে নিজ বাড়িতে ঘরের আড়ার সঙ্গে কাপড় পেঁচিয়ে আতœহত্যা করে। বিকেলে স্বজন রাগলায় দড়ি পেঁচানো ঝুলন্ত মরদেহ দেখে আলমডাঙ্গা থানায়সংবাদ দেন। তাসলিমার ছোট ছেলেবিপ্লবজানায়, কয়েকটিএনজিও থেকে ঋণ নিয়েছিলেনতারমা। এরকিস্তির জন্য গত এক সপ্তাহধরেচাপদিয়েছিলেনএনজিওরকর্মকর্তারা। তারাগালিগালাজকরেপুলিশদিয়েধরিয়ে নেওয়ারহুমকি দেন। লোকসমাজ ও পুলিশেরভয়েতাঁরমাআত্মহত্যাকরেছেন। আলমডাঙ্গা থানারপরিদর্শকভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি) শেখগণিমিয়াজানান, তাসলিমাকয়েকটিএনজিও থেকে ঋণ নেওয়ারকারণেতিনিআতœহত্যাকরেছেবলে তথ্য পেয়েছি। লাশেরসুরতহালরিপোর্ট সংগ্রহকরাহয়েছে। এ ব্যাপারে থানায়একটিঅপমৃত্যুর (ইউডি) মামলাহয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640