মিরপুর প্রতিনিধি ॥ ষ্টেশনের পাশে রেল ব্রীজের দক্ষিণে লাইন কাটা থাকায় টঙ্গীপাড়া আন্তনগর ট্রেন প্রায় ৩০ মিনিট যাত্রা বিরতি করেন। এ ঘটনা ঘটে বৃহস্পতিবার বিকালে।
জানা যায়, স্থানীয় এলাকাবাসী রেলওয়ের লাইন কাটা দেখে ষ্টেশন মাষ্টারকে অবগত করলে তৎক্ষনিক ষ্টেশন মাষ্টার জি আর পি পুলিশ এবং মিরপুর থানার পুলিশকে অবগত করলে ঘটনা স্থালে আসেন এবং পরে রেল কর্মীরা এসে লাইন মেরামত করেন। পরে স্বাভাবিক হয় ট্রেন চলাচল। স্থানীয়রা বলছেন এটা স্বাভাবিক ঘটনা নয় কারণ এই ভাবে লাইন কাটা থাকবে কি ভাবে..? কেহ যদি না কাটেন এমন ভাবে কাটা থাকার কথা নয়।। এ ঘটনার নেপথ্যে কোন বিষয় আছে কি না— প্রশাসনকে তদন্ত করে দেখা উচিৎ বলে মনে করেন এলাকার সাধারণ মানুষ।
Leave a Reply