দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে বিষাক্ত কীটনাশক খেয়ে মিম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মা নাহিদা বেগম এবং শিশু সন্তান আলিফ (৫) আশংকাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। গতকাল বুধবার দুপুরে দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের আল্লারদর্গা সোনাইকুন্ডি গ্রামে মর্মান্তিক এ ঘটনা ঘটে। মৃত শিশু একই এলাকার শুভ মন্ডলের মেয়ে।
স্থানীয় সূত্র জানায়, মিম ও আলিফ দুই ভাই বোন ঘরে খেলা করছিল। এসময় খাটের নীচে থাকা কৃষি জমিতে দেয়ার জন্য পোকা মাকড় ও কীট-পতঙ্গ মারা কীটনাশক নিয়ে মা নাহিদা বেগম তার দুই শিশু সন্তানকে দিলে তারা চকলেট ভেবে খায়। একইসময় মাও খায়। বিষাক্ত কীটনাশক খেয়ে মা ও সন্তানরা অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন তাদের উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মিমকে মৃত ঘোষণা করেন এবং মা নাহিদা বেগম ও ভাই আলিফকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। বর্তমানে মা শংকামুক্ত হলেও ছেলে শংকামুক্ত নয় বলে কুষ্টিয়া ২শ ৫০ শর্য্যার হাসপাতালের আরএমও ডাঃ তাপস কুমার সরকার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন।
এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মা তার দুই ছেলে ও মেয়েকে কীটনাশক খেতে দেন পরে মাও খায়। কীটনাশক খেয়ে ছোট মেয়েটি মারা গেছে আর ছেলেটির অবস্থা আশংকাজনক বলে তিনি জানিয়েছে। এ ঘটনায় কাজ তদন্ত চলছে।
Leave a Reply