মীর ফাহিম ফয়সাল, আলমডাঙ্গা থেকে ॥ আলমডাঙ্গা উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে আয়োজিত জাতীয় শিক্ষা সপ্তাহ ও সৃজনশীল মেধা অন্বেষণ ২০২৪ ইং এর প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুর তিনটায় আলমডাঙ্গা উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় শিক্ষা সপ্তাহ ও সৃজনশীল মেধা অন্বেষণ ২০২৪ উপজেলা পর্যায়ের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আলমডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান কে এম মন্ঞ্জিলুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় শিক্ষা সপ্তাহ ও সৃজনশীল মেধা অন্বেষণ ২০২৪ এর প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
এ প্রতিযোগিতার তিনটি বিষয়ে অংশগ্রহন করে তিনটিতেই ১ম স্থান অধিকার করে দৈনিক কুষ্টিয়ার কাগজের ব্যুরো প্রধান,আলমডাঙ্গা প্রেসক্লাবের সহ সাংগঠনিক সম্পাদক মোঃ বশিরুল আলম এবং ব্রাইট মডেল স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষিকা মাহবুবা আক্তার সুমির একমাত্র ছেলে সায়মুম আরাফাত স্বপ্নিল।
আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা দাস এর সভাপতিত্বে এ সময় আরো উপস্হিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) আশিষ কুমার বোস , উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মাসুম বিল্লাহ , উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনিরা খাতুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জিয়াউল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
Leave a Reply