আলমডাঙ্গা প্রতিনিধি ॥ বাংলাদেশ আর এম পি ওয়েলফেয়ার এসোসিয়েশন এর আলমডাঙ্গা উপজেলার বারাদী ইউনিয়ন শাখার মতবিনিময় সভা ও পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। গতকাল নতিডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ১০ টার সময় এই মতবিনিময় সভায় প্রবীণ পল্লিচিকিৎসক আব্দুর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা আর এম পি ওয়েলফেয়ার এসোসিয়েশন এর সভাপতি মো: জিনারুল ইসলাম।বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা আর এম পি ওয়েলফেয়ার এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক আতিক বিশ্বাস, কোষাধ্যক্ষ আবু জাফর, ছিদ্দিকুর রহমান।অনুষ্ঠানে মতবিনিময় শেষে বারাদী ইউনিয়নের সকল ল্লচিকিৎসকদের সর্বসন্মতিক্রমে ইউনিয়ন কমিটি গঠন করা হয়। পল্লিচিকিৎসক সেলিম রেজা কে সভাপতি ও আব্দুল আলিম বাবলু কে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়াও সহসভাপতি সিরাজুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক পিকলুছুর রহমান,সাংগঠনিক সম্পাদক তাইজাল হোসেন,কোষাধ্যক্ষ মিনারুল ইসলাম, প্রচার সম্পাদক জসিমউদদীন ডালিম,ধর্ম বিষয়ক সম্পাদক সোহায়েব হোসাইন কে মনোনীত করা হয়। কার্যকরী সদস্য হিসেবে মনোনীত করা হয় মনি“ল ইসলাম, আশরাফুল ইসলাম, হাসিবুল হক, সাহাবুল হক।
অনুষ্ঠানের সভাপতি আব্দুর রশিদ বলেন পল্লিচিকিৎসকদের ঐক্যবদ্ধ হওয়া খুব জরুরি। তাদের দুর্বলস্থানে আঘাত করে অনেক নামসর্বস্ব জাতীয় স্তরের সংগঠনের কথা বলে অনেক টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে।আমরা সংগঠিত হয়ে তাদের মোকাবিলা করতে হবে। সন্মানের সহিত আমাদের এই মহৎ পেশায় সকল প্রতিকূলতা কে প্রতিহত করে সামনে এগিয়ে যেতে হবে।
Leave a Reply