আলমডাঙ্গা ব্যুরোঃ আলমডাঙ্গা উপজেলায় এক বুদ্ধিপ্রতিবন্ধী যুবককে বলাৎকারের ঘটনায় আব্দুস সাত্তার (৫৬) নামে এক বৃদ্ধকে আটক করে থানায় সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা। গতকাল সকাল ১১টার দিকে উপজেলার জেহালা ইউনিয়নে এ ঘটনা ঘটে। ওই বুদ্ধিপ্রতিবন্ধীর মামা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা করেছেন।
আব্দুস সাত্তার উপজেলার জেহালা ইউনিয়নের মাদারহুদা গ্রামের বাসিন্দা।
আলমডাঙ্গা থানার ওসি (অপারেশন) আজগার আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গতকাল সকালে ভুক্তভোগী বুদ্ধিপ্রতিবন্ধী যুবক মাদারহুদা মাঠে ছাগলের জন্য ঘাস কাটতে যায়। এসময় ওই বৃদ্ধও মাঠে কাজ করছিল। ওই যুবককে জোরপূর্বক বলাৎকারের চেষ্টা চালায় সাত্তার। সে প্রতিবাদ করলে আম গাছের ডাল ভেঙে তাকে মারপিট করে জোরপূর্বক বলাৎকার করে। পরে বুদ্ধিপ্রতিবন্ধী যুবক বাড়িতে ফিরলে তার পরিবারের লোকজন গায়ের আঘাত দেখে জিজ্ঞাসা করলে তাকে বলাৎকারের ঘটনাটি জানায়। পরে গ্রামবাসীরা তাকে আটক করে পুলিশকে খবর দেয়।
ওসি অপারেশন আজগার আলি বলেন, ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া ওই বৃদ্ধকে ধর্ষণ মামলায় তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
Leave a Reply