1. nannunews7@gmail.com : admin :
November 9, 2025, 4:16 pm

মিরপুরে ট্রেনে কাটা পড়ে ৮ বছরের ছেলের মৃত্যু

  • প্রকাশিত সময় Friday, June 28, 2024
  • 68 বার পড়া হয়েছে

মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার জেলার মিরপুরে ট্রেনে কাটা পড়ে ৮ বছরের শিশুর মৃত্যু। সূত্রে জানায়, শুক্রবার সকাল আনুমানিক ৭ টার সময় বাইকেল নিয়ে স্বাধীন ১০ এবং আনমুন শাহ (৮) নামের ২ জন ট্রেন লাইনের ব্রীজ দিয়ে পার হওয়ার সময়- মিরপুর হয়ে পোড়াদহ অভিমুখে দ্রূতগ্রামী একটি ইনজিন আসছিল। এমন্ত অব¯’ায় স্বাধীন ব্রীজের নিচের প্লারে ঝাপ দিয়ে প্রাণ রক্ষা করতে পারলেও অপর জন আনমুন শাহ আর পারেনি- মুহুত্বের মধ্যেই কাটা পড়ে ঘটনা¯’লেই মারাযায় আনমুন। নিহতের বাড়ি পৌরসভার ৫ নং ওয়ার্ডের মুরকানের পুত্র আনমন শাহ। সংবাদ পেয়ে পোড়াদহ জি আর পি পুলিশের এস আই নার্গিস ও সঙ্গীয় ফোর্স ঘটনাস্থল আসেন অপর দিকে মিরপুর পৌরসভার মেয়র আলহাজ¦ এনামুল হক এবং কাউন্সিলর জাহিদ হোসেন ও আসেন। উভয়ের সমযতায় লাশ অভিভাবকদের কাছে হস্তান্তর করেন রেলওয়ের পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640