1. nannunews7@gmail.com : admin :
November 10, 2025, 6:59 pm

কুষ্টিয়ায় মাহবুবউল আলম হানিফ এমপি খালেদা জিয়ার মামলা নিয়ে বিএনপির মিথ্যাচার গ্রহনযোগ্য নয়

  • প্রকাশিত সময় Friday, June 28, 2024
  • 72 বার পড়া হয়েছে

কাগজ প্রতিবেদক ॥ বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে আটক রাখা হয়েছে বিএনপি নেতাদের এমন বক্তব্য মোটেও গ্রহনযোগ্য নয়। এটা বিএনপির চরম মিথ্যাচারের একটি অংশ। বেগম জিয়ার নামে মামলা আওয়ামী লীগ সরকার করেনি, করেছিলেন তত্বাবধায়ক সরকার। বিএনপির আইনজিবীরা খালেদা জিয়াকে নির্দোষ প্রমানে ব্যার্থ হয়েছে বলেই আদালত তাকে দন্ড দিয়েছে। বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের ট্রেন চলার বিষয়ে হানিফ বলেন, পৃথিবীর বহু দেশের মধ্যে এই রেল সংযোগ আছে, এগুলো নতুন কিছু নয়। একটি দেশের অর্থনৈতিক উন্নয়নে মূল চালিকা শক্তি হচ্ছে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও আধুনিকরন। এটা নিয়ে বিএনপি নেতারা যে বিরোধীতা করছে তা দেশের জন্য কোন মঙ্গল বয়ে আনবে না। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১১ টায় কষ্টিয়ার পিটিআই রোডের নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন হানিফ। এ সময় হানিফ আরও বলেন, সম্প্রতি বিদ্যুৎ নিয়ে যে সমস্যার সৃষ্টি হয়েছে তার কারন মূলত দুটি। একটি হচ্ছে বিদ্যুৎ উৎপাদন বাড়লেও সরবরাহের লাইনগুলোর কিছু সমস্যা রয়েছে, যার ফলে লোডশেডিং হচ্ছে। আরেকটি হলো বিদ্যুৎ-এর উৎপাদন ব্যায় বেশী । সরকারকে অনেক ভত্তুকিও দিতে হয়। তাই চাপ কমানোর জন্য সরকারকে দফায় দফায় দাম বাড়াতে হয়। তবে এখন অনেকটাই সহনীয় পরযায়ে চলে এসেছে , দ্রুতই বিদ্যুৎ-এর সকল সমস্যা সমাধান হবে। এ সময় জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডঃ শেখ হাসান মেহেদী, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক খন্দকার ইকবাল মাহমুদ, পৌর আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ব্যারিষ্টার গৌরব চাকীসহ দলীয় নেতা কর্মিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640