কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়ার কুমারখালীতে বাড়ির জমি ভাগাভাগি নিয়ে বিরোধে এক ভাইকে কুপিয়ে আহত করেছেন আরেকজন। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার পান্টি ইউনিয়নের খাগড়াবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত বদরুল ইসলাম অবসরপ্রাপ্ত সেনা সদস্য। তিনি কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় অভিযুক্ত রেজাউল ইসলাম ঘটনার পর থেকে পলাতক।
ওই দু’জনের ছোট ভাই ফিরোজ হোসেন জানান, তাঁরা পাঁচ ভাই বাড়ির ২৮ শতাংশ জমিতে বসবাস করেন। সম্প্রতি তাঁদের বাবা মারা যাওয়ায় আজ বাড়ির জমি ভাগাভাগি করা হচ্ছিল। ওই সময় তাঁদের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে সেজো ভাই রেজাউল, চাচাতো ভাই কামরুল ও তাঁদের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে মেজো ভাই বদরুলকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। এতে রেজাউলের বাম হাতের রগ কাটা পড়েছে এবং মাথায় জখম হয়েছে। এ ঘটনায় তিনি থানায় মামলা করবেন বলেও জানান।
পান্টি পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই খসরু আলম জানান, বাড়ির জমি নিয়ে আপন ভাইদের মধ্যে মারামারি হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply