ভেড়ামারা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার ভেড়ামারার ভাঙ্গাপুলে ড্রাম ট্রাক ও সাইকেলের সংঘর্ষে ঘটনা¯’লেই ১ জনের নিহত হয়েছে। নিহত সাইকেল চালক আব্দুস সালামের বাড়ি ভেড়ামারা উপজেলার মাওলাহাবাসপুর গ্রামে।ভেড়ামারা থানার অফিসার ইনবার্জ জহুরুল ইসলাম জহির বলেন, শনিবার বেলা ১১ সময় ভেড়ামারা-দৌলতপুর মহা সড়কে ভাঙ্গাপুল নামক ¯’ানে ড্রাম ট্রাক ও সাইকেলের সংঘর্ষ হয়। ঘটনা¯’লেই সাইকেল চালক আব্দুস সালাম (৫০) নিহত হয়।
Leave a Reply