আপত্তিকর ‘ভিডিও’ ভাইরাল’র চারদিন অতিবাহিত হলেও ব্যবস্থা নেয়নি প্রশাসন,
অব্যহতি প্রদানের দাবী শিক্ষক ফোরামের
কাগজ প্রতিবেদক ॥ ভিডিও কলে একটি মেয়েকে অশ্লিল অবস্থায় রেখে নিজে উদোম গায়ে তার সঙ্গে বাক্য বিনিময়ের আপত্তিকর ভিডিও ভাইরালের চারদিন অতিবাহিত হলেও লম্পট কুষ্টিয়া ইসলামী বিশ^বিদ্যালয়ের রেজিষ্টার এইচ এম আলী আহসানের বিরুদ্ধে অজ্ঞাত কারণে কোন ব্যবস্থা গ্রহন করেনি ইবি প্রশাসন। অপরদিকে বিশ^বিদ্যালয়ের প্রশাসনে রেজিষ্টারের মত একটি অতি গুরুত্বপুর্ণ মর্যাদাশীল পদের ব্যক্তির এহেন কর্মকান্ডে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের নিয়ে সভা-সেমিনারে তার উপস্থিতি বিবৃতকর পরিস্থিতি উল্লেখ্য করে বিশ^বিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষক ফোরাম শাপলা ফোরাম গত ২ জুন লম্পট রেজিষ্টারের সাময়িক অব্যাহতির দাবী জানিয়েছেন। কিন্তু অদ্যবদি তার বিরুদ্ধে ইবি ভিসি কোন পদক্ষেপ গ্রহন করেনি। এতে ক্ষুদ্ধ হয়ে পড়েছেন শিক্ষক, কর্মকর্তা ও সাধারণ ছাত্র-ছাত্রীরা। ইবি শাপলা ফোরামের সভাপতি অধ্যাপক ডঃ পরশ চন্দ্র বর্মণ ও অধ্যাপক ডঃ মোঃ রবিউল হোসেন স্বাক্ষরিত ওই পত্রে আরও উল্লেখ্য করা হয় এর আগে এক ঠিকাদারের সাথে রেজিষ্টারের অনৈতিক লেনদেনের অডিও ফাঁস হলে তাতেও একটি তদন্ত কমিটি গঠন করা হয় । দ্রুত তদন্ত কমিটির প্রতিবেদন দাখিল করতেও তাগিদ দেয়া হয়। এদিকে রেজিষ্টার এইচ এম আলী হাসানের এমন আপত্তির কর ভিডিও ভাইরাল হওয়ায় শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের মধ্যে চাপা ক্ষোভ সৃষ্টি হচ্ছে। বিভিন্ন গণমাধ্যম কর্মীরা তার স্বাক্ষাত নেয়ার সময় ভিডিটি এডিট দাবী করলে রেজিষ্টারের হাতে থাকা আংটির বিষয়টি চ্যালেঞ্জ করা হয়। একটি দায়িত্বশীল সুত্র জানিয়েছে, গতকাল থেকে ইবি রেজিষ্টার তার হাতের আংটিটি বদলিয়েছেন। কিন্ত ভিডিওতে তার মুখাবয়ব, দেহের উচ্চতা, রং সকল কিছুই অপরিবর্তিত তার পরও তিনি মানতে নারাজ। সুত্রটি বলছেন, লম্পট রেজিষ্টার তার লাম্পট্যে ঢাকতে এটা অস্বিকার করছেন। তার বিরুদ্ধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবী সংশ্লিষ্টদের।
Leave a Reply