কুমারখালী প্রতিনিধি ॥
কুমারখালীতে গড়াই নদীর তীরবর্তী হিজলাকর আশ্রয়ণ প্রকল্প এলাকা থেকে রাতে মাটি কেটে বিক্রি করার অভিযোগ পাওয়া গেছে। সোমবার দুপুরে সরেজমিন হিজলাকর আশ্রয়ণ প্রকল্প এলাকায় গিয়ে এ অভিযোগের সত্যতা পাওয়া গেছে। স্থানীয় বাসিন্দারা নাম প্রকাশ না করার শর্তে জানান, প্রতি রাতেই ভেকু মেশিন দিয়ে মাটি কেটে বড় বড় ড্রাম ট্রাক, মাহিন্দ্র লড়ি ও লাটাহাম্বা গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছে। আর চড়া দামে এসব মাটি বিক্রি করা হচ্ছে ইটভাটা সহ বিভিন্ন স্থানে। আশ্রয়ণ প্রকল্পের পাশের জমি থেকে প্রায় ২০/২৫ দিন ধরে মাটি কেটে বিক্রি করা হচ্ছে অথচ নিরব ভুমিকায় স্থানীয় প্রশাসন।নাম প্রকাশে অনিচ্ছুক আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা ও স্থানীয়রা জানান, জিলাপিতলা- হিজলাকর এলাকার জমির মালিকেরা মুলত: অসহায়। নিজেদের জমি হলেও তাতে ফসল ফলাবে না-কি মাটি কেটে বিক্রি করা হবে তা নির্ধারন করেন, ওই এলাকার মাটি-বালু কারবারি জিরো থেকে হিরো বনে যাওয়া মাসুদ রানা ওরফে বালু মাসুদ। স্থানীয়রা আরো জানান, মাসুদ গংদের কিছুই হয়না।বছরের পর বছর ধরে এই এলাকার ফসলি জমি থেকে মাটি কেটে বিক্রি করে মাসুদ গং জিরো থেকে বিত্তশালী হয়ে গেছে। এদিকে, অভিযুক্ত মাসুদ রানা জানান, আমি মাটি কাটছি না, বিক্রিও করছি না। ঘটনাস্থলে এসে দেখে যান। জমির মালিকেরাই মাটি বিক্রি করছে। আমাকে দোষারোপ করা হচ্ছে। আশ্রয়ণ প্রকল্প সংলগ্ন ফসলি জমির থেকে এক’শো গজ এগিয়ে গেলেই চোখে পড়ে মাটি কেটে নিয়ে যাওয়ার দৃশ্য। বিরাটকার গর্তে পরিণত হয়েছে ফসলি জমি। এই দুশ্য দু’চোখে দেখা ছাড়া কিছুই করার নেই স্থানীয় বাসিন্দাদের। তবুও সচেতন বাসিন্দারা বালু মাসুদের অবৈধ দৌরাত্ব্যের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে প্রশাসন সহ জনপ্রতিনিধিদের জরুরী হস্তক্ষেপ কামনা করেন।এ বিষয়ে কুমারখালী উপজেলা নির্বাহী অফিসার এস এম মিকাইল ইসলাম বলেন, জনপ্রতিনিধি সহ অন্য মাধ্যমেও মাটি কেটে নেওয়ার অভিযোগ পেয়েছি। ইতোমধ্যেই মাটি কাটা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। তারপরও যদি মাটি কাটা হয তাহলে মোবাইল কোর্ট পরিচালনা সহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply