আলমডাঙ্গা অফিস ॥ আলমডাঙ্গার ভাংবাড়িয়া ইউনিয়ন এর বাঁশবাড়িয়া গ্রামে ঈদগাহ পূনির্মাণ করা নিয়ে দু’গ্রপে চরম বিরোধ দেখা দিয়েছে। পূণনির্মানের কাজে সহায়তাকারীরা হলেন,বাঁশবাড়িয়া গ্রামের শাবানের ছেলে মাহাবুল, ফকির মন্ডলের ছেলে ফরজ মন্ডল,খেজের এর ছেলে বারিক,ফটিক এর ছেলে মনি, মহর এর ছেলে মুনসুর,আয়ুব এর ছেলে ডাবলু, সুলতান এর ছেলে গিয়াস,আফদেল এর ছেলে তরিকুল এবং জামাতের ছেলে মাহবুল-২।
অপরদিকে ঈদগাহ পূণনির্মাণ কাজে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বাঁধা প্রদান, মারধর এবং বিভিন্ন প্রকারের হুমকি দিয়ে নির্মাণ কাজ বন্ধ করে গ্রামে একটা বিশৃঙ্খলার সৃষ্টি করেছে। বিশৃঙ্খলাকারীরা হলেন,একই গ্রামের ফয়জদ্দিনের ছেলে সিবাদ,শাহবক্সের ছেলে শাহাবুদ্দিন, জোনাবের ছেলে জহুরুল, শাহাবুদ্দিনের ছেলে আশিক,জানা মন্ডলের ছেলে জাহাঙ্গীর, মিয়ার ছেলে টুটুল, আয়ব এর ছেলে ফেলা,সন্টুর ছেলে কামরুল, মসলেমের ছেলে জুলফিকার এবং সিরাজ এর ছেলে আলম। সামনে কোরবানির ঈদ,কিন্তু ঈদের নামাজ আদৌ ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে কি-না সাধারণ গ্রামবাসি সে বিষয়ে সন্দিহান। এদিকে বাড়ি-ঘর ভাঙচুরের থানায় এজাহার দায়ের করেন ভুক্তভোগী গিয়াসের স্ত্রী সাথী আরা।
ঘর-বাড়ি ভাংচুরের অভিযোগে পুলিশ মোঃ জহুরুল (৩০) নামে একজনকে আটক করেছে। সাধারণ গ্রামবাসি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছে।
Leave a Reply