কাগজ প্রতিবেদক ॥ ২৬ মে ২০২৪ ॥ কুষ্টিয়া জেলার মিরপুর পৌরসভার ৩নং ওয়ার্ড উত্তর মোশারফপুর গোর¯’ানের ২৩ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠিত হয়েছে। সভাপতি মেজবার হক, সাধারন সম্পাদক মোঃ বেলাল হোসেন। ২৮ মে ২০২৪ মঙ্গলবার রাত ০৯ টার সময় পৌরসভার উত্তর মোশারফপুর গোর¯’ানের প্রায় সকল সদস্যদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সভায় সভাপতিত্ব করেন মিরপুর পৌরসভার ৩ নং ওয়ার্ড কাউন্সিলর, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ ইলিয়াস কাঞ্চান ও তরুন সমাজ সেবক মোঃ আব্দুল করিমের পরিচালনায় বক্তব্য প্রদান করেন, আলোচনা সভায় গোর¯’ানের বিভিন্ন আয় ব্যয়ের সঠিক হিসাব উপ¯ি’ত সদস্যদের কাছে সম্মান জনক ভাবে উপ¯’াপনা করতে না পারায় (টাকা আত্মসাৎ’এর অভিযোগে) পূর্ব কমিটির সভাপতি ও সাবেক কাউন্সিলর শুকুর আলীকে কমিটি থেকে আজীবনের জন্য বহিস্কার করার সিদ্ধান্ত গৃহীত হয় তবে গোর¯’ানের সদস্য হিসাবে থাকবে। এবং আত্মসাৎকৃত টাকার সঠিক হিসাব দিতে না পরলে, পুরাতন কমিটির বিরুদ্ধে বর্তমান কমিটি আইনগত ব্যব¯’া গ্রহণ করবে মর্মে সিদ্ধান্ত হয়েছে। আলোচনা সভার দ্বিতীয় পর্বে নতুন কমিটি গঠিত হয়। এ কমিটির নি¤œরুপ সভাপতি মোঃ মেজবার, সহ-সভাপতি মোঃ সেকেন আলী, সাধারণ সম্পাদক মোঃ বেলাল হোসেন, যুগ্ন-সাধারণ সম্পাদক মোঃ তারেক সর্দার, কোষাধ্যক্ষ মোঃ আশরাফুল মন্ডল। কার্যকারী সদস্যরা হলেন, ১ নং সদস্য- মিরপুর পৌরসভার ৩ নং ওয়ার্ড কাউন্সিলর, বিশিষ্ট ব্যবসায়ী ও উদিয়মান সমাজ সেবক মোঃ ইলিয়াস কাঞ্চান, মোঃ এহান আলী, মোঃ নুর উদ্দিন নব মন্ডল, মোঃ আব্দুল ছাত্তার, মোঃ আছর প্রামানিক, মোঃ ফরুক মন্ডল, মোঃ মতিয়ার রহমান, মোঃ আশরাফুল হক প্রামানিক, মোঃ শফিকুল ইসলাম, মোঃ দুলাল প্রামানিক, মোঃ রহম ফকির, মোঃ মোঃ মুল্লুক ফকির, মোঃ জিন্না মালিথা, মোঃ আজগার আলী, মোঃ আব্দুল আজিজ মন্ডল, মোঃ মহির উদ্দিন ও মোঃ ফজলু মন্ডল। সভায় আরো সিদ্ধান্ত হয় আগামী শুক্রবারে আরো সদস্য সংযোগ হবে এবং এই কমিটি প্রতি ৩ মাস অন্তর সাধারণ সভা করতে হবে এবং আয় ব্যয়ের হিসাব-নিকাশ প্রদান করতে হবে মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়। এ সময় সদ্য নতুন কমিটির সদস্যবৃন্দ সকলকের সামনে ওয়াদা করেন তাদের শত কষ্ট হলেও এই গোর¯’ানের সকল দায়িত্ব নিষ্ঠার সাথে আমাদের রক্তবৃন্দ দিয়ে হলেও রক্ষা করবো বলে জানিয়েছেন এবং সকলের কাছে দোয়া চেয়েছেন, তবে সকল কাজে এই সদ্য কমিটিকে সহযোগীতা করতে হবে।
Leave a Reply