বশিরুল আলম, আলমডাঙ্গা থেকে ॥ ঘূর্ণিঝড় রিমালের প্রভাব পড়তে শুরু করেছে আলমডাঙ্গা উপজেলায়।গতকাল রোববার দুপুরের পর থেকে ঝোড়ো হাওয়ার সঙ্গে শুরু হয়েছে বৃষ্টি। বৈরী আবহাওয়ায় উপজেলার রাস্তাঘাট ফাঁকা দেখা গেছে। জরুরী প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হ”েছন না মানুষ। উপজেলার পৌর এলাকার বিভিন্ন ব্যস্ততম মোড় গুলো ফাঁকা দেখা গেছে। সাপ্তাহিক বাজার হওয়ার কারণে যারা বাইরে এসেছেন, তাঁদেরও দ্রুত বাড়ি ফেরার জন্য তাড়াহুড়ো করতে দেখা গেছে। এদিকে ঘূর্ণিঝড় রিমালের মোকাবিলায় প্রস্তুতি হিসেবে আলমডাঙ্গা উপজেলায় কন্ট্রোল র“ম খোলা হয়েছে। উপজেলা প্রশাসনের নির্দেশনানুয়ায়ী বিভিন্ন ইউনিয়নের মসজিদের সতর্কীকরণ মাইকিং করা হ”েছ। যাদের মাটি ও ঝুঁকিপূর্ণ বসতবাড়ি রয়েছে তাঁদের ঘূর্ণিঝড় শুর“র আগে নিকটতম স্কুলে অব¯’ান করার নির্দেশনা দেওয়া হয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক বলেন, ঘূর্ণিঝড় রিমাল মোকাবিলায় উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবহার উপযোগী করা হয়েছে। বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও ইউপি সদস্যদের মাধ্যমে চলছে সচেতনতামূলক প্রচার। তিনি আরো বলেন, ঘূর্ণিঝড় চলাকালীন সময়ে যে কোন সহযোগীতার জন্য উপজেলা প্রকল্প বাস্তবায়নের দেওয়া হেল্প লাইন ০১৭৭০-৬৭৯৪৭৪ এই নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্নিগ্ধা দাস বলেন, ঘূর্ণিঝড় মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। জর“রি মেডিকেল টিম গঠন করা হয়েছে। প্রস্তুত ফায়ার সার্ভিস। এ ছাড়া বিভিন্ন জায়গায় মাইকিং করে জনগণকে সতর্ক করা হ”েছ। প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের পরি¯ি’তি মোকাবিলায় প্রস্তুত থাকার কথা বলা হয়েছে।
Leave a Reply