কুমারখালী প্রতিনিধি ॥ টানা তিনবার নির্বাচিত উপজেলা চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানালেন কুষ্টিয়ার কুমারখালী উপজেলা প্রশাসন ও বীর মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধারা এটিএম আবুল মনছুর মজনুর নেতৃত্বে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল মান্নান খানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এটিএম আবুল মনছুর মজনু, বীর মুক্তিযোদ্ধা সোলাইমান হোসেন জোয়ার্দার, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রফিক বিশ্বাস প্রমুখ। পরে বীর মুক্তিযোদ্ধাগণ তৃতীয়বার নির্বাচিত উপজেলা চেয়ারম্যান কে ফুলেল শুভেচ্ছা জানান।অন্যদিকে, বেলা ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান কে ফুলেল শুভেচ্ছা প্রদান উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার এস এম মিকাইল ইসলামের সভাপতিত্বে বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা বক্তব্য রাখেন। সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান কে ফুলেল শুভেচ্ছা জানান। ফুলেল শুভেচ্ছা জানাতে আসা বীর মুক্তিযোদ্ধা ও সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যের প্রথমেই নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আব্দুল মান্নান খান হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি বলেন, অনেক তাজা প্রাণ, সম্ভ্রম ও ত্যাগের বিনিময়ে আমরা একটি মানচিত্র ও লাল সবুজের পতাকা পেয়েছি। আমরা আমাদের প্রিয় দেশকে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা হিসাবে গড়ে তুলতে চাই। আর সেই লক্ষ্য নিয়েই আমরা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে উন্নত ও উন্নয়নশীল দেশে উন্নীত করতে কাজ করে যাচ্ছি। এজন্য জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা ও সরকারি কর্মকর্তাদের সহযোগিতা কামনা করেন
Leave a Reply