কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়া থানা পাড়া চাঁদ মোহাম্মদ রোড চাইনিজ পার্কের তৃতীয় তলার সিডিএল ট্রাস্ট এর অফিসের তালা ভেঙ্গে গত গতকাল রাতে কে বা কাহারা একটি কম্পিউটার, আইপিএস এর ১ টা ব্যাটারী ও ড্রয়ার ভেঙ্গে নগদ ২০ হাজার টাকা সহ চুরি করেছে কম্পিউটার, আইপিএস এর ১ টা ব্যাটারী। জানা যায় সিডিএল ট্রাস্টের নির্বাহী পরিচালক আক্তারী সুলতানা ও অফিস সহকারী মঞ্জু গত গত ২১ জানুয়ারী তারিখে বিকাল ৫ টার সময় অফিস তালাবদ্ধ করে নিজ বাড়ীতে চলে যায়। গত ২৩/০১/২০২১ ইং তারিখে অন্যান্য দিনের মত অফিসে এসে তিনি দেখতে পান প্রথম দোরজার তালা ভাঙ্গা। ভিতরে প্রবেশ করে দেখেন কম্পিউটার, আইপিএস এর ১ টা ব্যাটারী ও ড্রয়ারে থাকা নারী ফোরামের ১০ জন সদস্য ভত্তির ১০ হাজার টাকা ও অসিসের ১০ হাজারের কিছু বেশী টাকা ছিলো বলে নির্বাহী পরিচালক আক্তারী সুলতানা জানান। এব্যাপারে কুষ্টিয়ার মডেল থানার অফিসার ইনচার্জ কে জানালে তিনি ওসি অপারেশন কে পাঠান। তিনি দেখে শুনে থানায় অভিযোগ দিতে বলেন। এবং ওসি অপারেশন বলেন সিসি ক্যামেরার ফুটেজ দেখে ব্যাবস্থা নিয়া হবে। তাই থানায় লিখিত অভিযোগ দিলেন নির্বাহী পরিচালক আক্তারী সুলতানা।
Leave a Reply