সাহেব-বিবির সবুজ বাঁশঘাসে ঘেরা বৈঠক খানায়, বসে আছি ৩ দিন ধরে। মশার ঝাঁক সাহেবের অতিথি ভেবে আমাকে কূর্নিশ করে, সমানে পা দুটিতে চুমু দিচ্ছে। এর চেয়ে বরং সাপে কামড়ালেও এত যন্ত্রনা হতো না। কিচ্ছু করার নেই। কারন সাহেব দেখা দিচ্ছেনা। অবশ্য ১ ঘন্টা পর-পর সাহেবের বিবি এসে, দো’ডালা বাঁশের কুঞ্চিতে-মাকড়সার জাল-সরু তৃণ-আঁশ ও মাকড়সার ডিমের খোলস এনে বাসা বাঁধছে। ঘন্টার পর ঘন্টা বসে থাকার পর, সাহেব একবার এসে বাসাতে নজর দিলেন। সামান্য কাজও করলেন বাসা তৈরীর শেষ মূহুর্তে। এবার সাহেব চিরিট-চিউ-চিডি-কুয়িঙ্ক শব্দে কি সব বলেই, বিবির সাথে ভাব-ভালোবাসায় লিপ্ত হলেন। আমি যে সাহেবের বৈঠক খানায় বসে আছি, তাদের শোবার ঘরের দিকে চেয়ে। মনে হলো তাতে তাদের কিছু যায় আসে না। ভাবছি সাহেবদের ব্যাপার-স্যাপার হয়তো এমনি। প্রনয় পর্ব শেষে, যুবতি বিবি পাশের ছোট্ট ডোবায়, ডাইভ দিয়ে স্নান শেষ করলো। গা ভেঁজা পানি দিয়ে, বাসাটিকে গোল কাপের মতো করে ফেলল ঘুরে-ঘুরে। এই পাখির বাংলা নামঃ এশীয় শাবুলবুলি। আঞ্চলিক নামঃ দুধরাজ, সাহেব বুলবুল, সুলতান বুলবুল, শাবুলবুল আরও অনেক। ইংরেজি নামঃ এশিয়ান প্যারাডাইস ফ্লাইক্যাচার। রকেট বার্ড, উইডো বার্ড বা রিবন বার্ড নামেও ডাকে ইংরেজরা। বৈজ্ঞানিক নামঃ ট্রেপসিফন প্যারাডিসি। মজার বিষয় হচ্ছে এই যুবক পাখিটির বয়স ৩ বছর পূর্ন হলে মাথা বাদে পুরো শরীর দুধসাদা হয়ে যাবে। তবে যুবতী পাখিটি একই রঙের থাকবে।
Leave a Reply