প্রথম ম্যাচেই বড় ধাক্কা। আয়ারল্যান্ডের কাছে হেরেই বসে পাকিস্তান। দ্বিতীয় টি-টোয়েন্টিতে অবশ্য জয় তুলে নিয়ে সমতা ফেরায় বাবর আজমের দল।
আজ (মঙ্গলববার) ডাবলিনে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি তাই পরিণত হয়েছে অঘোষিত ফাইনালে। যে দল জিতবে, তাদের হাতেই উঠবে সিরিজের
অঘোষিত এই ফাইনালে টসভাগ্য পাকিস্তানের। টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম, আয়ারল্যান্ড নেমেছে ব্যাটিংয়ে।
পাকিস্তান একাদশ
বাবর আজম (অধিনায়ক), সায়েম আইয়ুব, মোহাম্মদ রিজওয়ান, ফখর জামান, আজম খান, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, শাহিন শাহ আফ্রিদি, হাসান আলি, আব্বাস আফ্রিদি, মোহাম্মদ আমির।
আয়ারল্যান্ড একাদশ
মার্ক এডায়ার, রস এডায়ার, অ্যান্ড্রু বালবির্নি, কুর্তিস ক্যাম্ফার, জর্জ ডকরেল, গ্রাহাম হুমে, নেইল রক, হ্যারি টেক্টর, লরকান টাকার (অধিনায়ক), বেন হোয়াইট, ক্রেইগ ইয়ং।
Leave a Reply