এনএনবি : খোলা বাজার আর ব্যাংকিং রেট এক করতে বাড়ানো হয়েছে ডলারের দাম। এতে দেশের মানি এক্সচেঞ্জগুলোতে দেখা দিয়েছে ডলার সংকট ও অস্থিরতা।
এক লাফে ৭ টাকা বাড়িয়ে ১১৭ টাকা নির্ধারণ হয়েছে ডলারের দাম। যা নতুন করে অস্থির করেছে মার্কেটকে। কেন্দ্রীয় ব্যাংকের ঘোষণার পর থেকেই ডলার সংকট দেখা দিয়েছে বাজারে। ব্যাংকগুলো বলছে, বৈদেশিক মুদ্রার অতিরিক্ত দামের প্রভাব পড়বে নিত্যপণ্যে, যা অস্বস্তিতে ফেলবে সাধারণ মানুষকে। আর দীর্ঘমেয়াদে ডলারের দাম স্থিতিশীল না থাকায় সবক্ষেত্রেই মজুত পরিস্থিতির সৃষ্টি হবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পরামর্শ অনুযায়ী খোলা বাজার আর ব্যাংকিং রেট এক করতেই এক ধাপে ডলারের দাম বাড়ানোতে নেতিবাচক প্রভাব পড়েছে বৈদেশিক মুদ্রা বাজারে। ঘণ্টার পর ঘণ্টা পার হলেও মানি এক্সচেঞ্জগুলোতে দেখা মিলে না কোনো ক্রেতা বা বিক্রেতার।
বিক্রেতারা জানান, বাইরের মানুষ আসলে ডলার বিক্রি করতে চায় ১২৫ টাকায়। কিন্তু বাজারে ১২৫ টাকায় ডলার কিনবে কারা! ডলারের সার্বিক কোনো সংকট আছে বলে মনে হয় না। তবে দাম বৃদ্ধির জন্য এখন সাময়িক সংকট দেখা যাচ্ছে। সারাদিনেও এখন কোনো ক্রেতা-বিক্রেতার দেখা পাওয়া যায় না।
মানি এক্সচেঞ্জ হাউজে ডলারের রেট ১১৮ টাকা ৫০ পয়সা বেঁধে দেয়া হলেও বিক্রি হচ্ছে প্রায় ১২০ টাকায়। অন্যদিকে এলসিতেও গুণতে হবে বাড়তি টাকা। ব্যাংকাররা বলেন, দাম কম বা বেশি যাই হোক অতিরিক্ত দামের বোঝা টানতে হবে ভোক্তাকেই।
প্রিমিয়ার ব্যাংকের দিলকুশা শাখার ইভিপি ও ব্যবস্থাপক মো. বদিউল আলম বাদল বলেন, ডলারের দাম বৃদ্ধির ফলে যারা আল্টিমেট কনজিউমার বা ক্রেতা তাদেরকে অতিরিক্ত খরচ বহন করতে হবে।
এদিকে ডলারের কৃত্রিম সংকট সৃষ্টি ঠেকাতে নির্দিষ্ট সময় বেঁধে দেয়ার পরামর্শ অর্থনীতিবিদের। অর্থনীতিবিদ ড. মাহফুজ কবির বলেন, যে কোনো ব্যাপারেই শুধু ঘোষণা নয়, সেটা বাস্তবায়নের ব্যবস্থা করতে হবে। ডলারের দাম বৃদ্ধির যে উদ্দেশ্য তা বাস্তবায়নে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা বেশি জরুরি।
ডলারের দাম ১১০ টাকা বিনিময় মূল্য থাকাকালীনও কিনতে হয়েছে ১১৫ থেকে ১১৭ টাকায়। আর নতুন করে ১১৭ টাকা নির্ধারণ করায় পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে, তা নিয়ে শঙ্কায় খাত সংশ্লিষ্টরা।
Leave a Reply