মিরপুর প্রতিনিধি ॥ আসন্ন ২য় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। কুষ্টিয়া মিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. আব্দুল হালিম নির্বাচনী পথসভা করেন।
গতকাল সোমবার সকাল ১১টার দিকে উপজেলার তালবাড়িয়া ইউনিয়নে পথসভা অনুষ্ঠিত হয়। এ সময় ক্তব্য রাখেন তালবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল হান্নান মন্ডল, আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম সহ নেতৃবৃন্দ। মিরপুর উপজেলা কে একটি আধুনিক সুন্দর মডেল উপজেলা গঠন ও জনগণের অধিকার নিশ্চিত, মাদক মুক্ত সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করে বক্তব্য দেন চেয়ারম্যান প্রার্থী অ্যাড. আব্দুল হালিম। এছাড়াও সকল ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করে ভোট প্রার্থনা করেন তিনি।
Leave a Reply