কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়ার মিরপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এ সভা অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা নজরুল করিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাড. আল মুজাহিদ হোসেন মিঠুর পরিচালনায় এ সময়ে কমিটির সহ-সভাপতি নার্গিস আখতার, সদস্য রাশেদুজ্জামান রিমন, ফিরোজ আহাম্মেদ, আব্দুল মজিদ জোয়ার্দ্দার, জয়শ্রী পাল, আতিকুজ্জামান বিশ্বাস শাকিল প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন খানের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ ও তাঁর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন সুলতানপুর সিদ্দিকীয়া সিনিয়র মাদরাসার উপাধ্যক্ষ মাওঃ আব্দুল ওয়াহাব। পরে নতুন কমিটির নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিবি করিমুন্নেছার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
Leave a Reply