কাগজ প্রতিবেদক ॥ আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে কুষ্টিয়ার কুমারখালীতে প্রচার – প্রচারণায় জমে উঠেছে দ্বিমুখী লড়াই। পৌরসভা এলাকা ছাড়াও উপজেলার ১১টি ইউনিয়নে প্রতিদিনই চলছে নির্বাচনী মতবিনিময় ও পথসভা। ভোটারদের সমর্থন পেতে মরিয়া হয়ে উঠেছেন প্রার্থীরা। আর প্রার্থীদের পক্ষে মাঠ চষে বেড়াচ্ছেন তাদের নির্বাচনী কর্মী- সমর্থকেরা। কুমারখালীতে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান খানের (আনারস প্রতীক) সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক সংসদ সদস্য প্রয়াত আবুল হোসেন তরুণ ও সুলতানা তরুণের কনিষ্ঠ পুত্র গোলাম মুর্শেদ পিটার (মোটরসাইকেল প্রতীক)। উপজেলা আওয়ামী লীগের দীর্ঘদিনের কান্ডারী খ্যাত হেভিওয়েট প্রার্থী আব্দুল মান্নান খানের সাথে নতুন প্রার্থী গোলাম মুর্শেদ পিটারের নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতার ফলাফল নিয়ে আগাম হিসাব -নিকাশে ব্যস্ত কর্মী সমর্থকরা। বিশেষ করে কে এগিয়ে থাকবেন এবং জয়- পরাজয়ে ভোটের ব্যবধান কেমন হবে। এছাড়াও প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর নির্বাচনী কর্মী সমর্থকেরা নিজেদের সমর্থিত প্রার্থীর বিজয় সুনিশ্চিত বলেও মন্তব্য করছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক মান্নান খানের একাধিক নির্বাচনী কর্মী বলেন, এর আগেও দুইবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মান্নান খান। তিনি কয়েকবার খুলনা বিভাগীয় শ্রেষ্ঠ ও একবার দেশের শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান মনোনীত হন। তাঁর ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। তাদের মতে, মান্নান খান উপজেলা আওয়ামী লীগের নেতৃত্ব দিচ্ছেন দীর্ঘদিন যাবৎ। এই উপজেলার তৃণমুল পর্যায়ে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের বড় অংশ রয়েছে তাঁর সঙ্গে। এ ছাড়াও জেলা পরিষদের সাবেক প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি জাহিদ হোসেন জাফর সরাসরি মাঠ চষে বেড়াচ্ছেন মান্নান খানের পক্ষে। সেই সাথে রয়েছে সংসদ সদস্যের সমর্থন ও তাঁর কর্মী সমর্থকদের প্রচেষ্টা। সবমিলিয়ে মান্নান খানের মতো জননন্দিত নেতাকে ধরাশায়ী করার মতো জনসমর্থন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নেই। তবে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর (পিটার) পারিবারিক রাজনৈতিক ঐতিহ্যকেও তোয়াক্কা করতে নারাজ মান্নান খানের কর্মী সমর্থকেরা।
অন্যদিকে, গোলাম মুর্শেদ পিটারের নির্বাচনী কর্মী সমর্থকেরা (নাম প্রকাশে অনিচ্ছুক) বলেন, কুমারখালীর ভোটাররা গোলাম মুর্শেদ পিটারকে ভোট দিতে উদগ্রীব হয়ে আছে। সাধারণ ভোটাররা পরিবর্তন চায়। তৃণমুল পর্যায়ে পারিবারিক রাজনৈতিক ঐতিহ্যের কারণে পিটারের পক্ষে ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি সহ আওয়ামী লীগের নেতাকর্মী ও পারিবারিক সদস্যরা দিনরাত পিটারের বিজয় নিশ্চিত করতে মাঠ চষে বেড়াচ্ছেন। তাদের মতে, কুমারখালী পৌর এলাকা সহ ১১টি ইউনিয়নেই রয়েছে গোলাম মুর্শেদ পিটারের ব্যাপক পরিচিতি। তাই সবমিলিয়ে গোলাম মুর্শেদ পিটার বিপুল ভোটের ব্যবধানে মান্নান খানকে পরাজিত করে বিজয়ী হবেন বলে মন্তব্য তাদের।
এদিকে, সরেজমিন উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখাযায়, সাধারণ ভোটারদের মধ্যে ভোট নিয়ে তেমন মাতামাতি নেই। ভোট কেন্দ্রে যাওযার ব্যাপারেও মুখ খুলছেন না সাধারণ ভোটারদের অনেকেই। তবে সামনের কয়েকদিনে প্রার্থীরা সাধারণ ভোটারদের মধ্যে স্বতঃস্ফূর্ত ভোট উৎসবের আমেজ ফেরাতে পারবেন কি না, তা নিয়ে সন্দিহান সচেতন মহল।
Leave a Reply