কুমারখালী প্রতিনিধি ॥ ৬ষ্ঠ উপজেলা পরিষদ দ্বিতীয় ধাপের নির্বাচনের ২৪৮৩ জন প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ হয়েছে। প্রশিক্ষণে খোরাকি ভাতা নয়শত টাকার পরিবর্তে পাঁচশত টাকা দেওয়ায় ক্ষোভ প্রকাশ করছে প্রশিক্ষণার্থীরা। কুমারখালী সরকারি ডিগ্রি কলেজে প্রশিক্ষণ কালে এমন ক্ষোভ প্রকাশ করেন তারা। জানা যায়, প্রশিক্ষণের প্রথম দিন বৃহস্পতিবার প্রশিক্ষণার্থীদের সরকারি ভাবে আটশত নব্বই টাকা খোরাকি ভাতা দেওয়া হয় ও দ্বিতীয় দিন শুক্রবার পোলিং অফিসার হিসাবে প্রশিক্ষণার্থীদের খোরাকি ভাতা পাঁচশত টাকা দিলে তারা ক্ষোভ প্রকাশ করেন। পোলিং অফিসার হিসাবে প্রশিক্ষণ নিতে আসা একাধিক শিক্ষক জানান, সরকারি ভাবে খোরাকি ভাতা নয়শত টাকার স্থলে পাঁচশত টাকা দেওয়া হচ্ছে বিষয়টি মেনে নেওয়ার মতো না, বৃহস্পতিবার পোলিং অফিসার হিসাবে প্রশিক্ষণার্থীদের সরকারি ভাবে আটশত নব্বই টাকা, শুক্রবার প্রশিক্ষণার্থীদের খোরাকি ভাতা পাঁচশত টাকা এ কেমন কথা। বিষয়টি নিয়ে তারা সহকারী নির্বাচন অফিসারের প্রতি ক্ষোভ প্রকাশ করেন। এ বিষয়ে কুমারখালী নির্বাচন অফিসার মোঃ আলমগীর হোসেন বলেন, সরকারি ভাবে পোলিং অফিসারদের নয়শত টাকার স্থলে পাঁচশত টাকা দেবার নির্দেশনা এসেছে। তাছাড়া পাঁচশত টাকা উল্লেখ থাকা সীটে তারা স্বাক্ষর করে টাকা নিয়েছেন। হঠাৎ এমন নির্দেশনার কোনো ডকুমেন্ট আছে কিনা প্রশ্নের জবাবে তিনি জানান, এ বিষয় আমাকে হুয়ার্টস অ্যাপে মেসেজে জানানো হয়েছে । এ বিষয়ে কুমারখালী উপজেলার নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইলসাম বলেন, সরকারি ভাবে পোলিং অফিসারদের নয়শত টাকার স্থলে পাঁচশত টাকা দেবার বিষয় টি আমি অবগত নেই । আপনারা বললেন আমি বিষয়টি নির্বাচন কর্মকর্তার সাথে কথা বলে দেখি যদি এমন কিছু হয় তবে আমি সেটার ব্যবস্থা নিবো ।
Leave a Reply